India U19 vs Australia U19

হাড্ডাহাড্ডি লড়াইয়ে জয়, ছোটদের টেস্টে অস্ট্রেলিয়াকে ২ উইকেটে হারাল ভারত

চার দিনের ম্যাচের ফলাফল তিন দিনে এলেও চেন্নাইয়ের ২২ গজে হাড্ডাহাড্ডি লড়াই দল দু’দলের। বেসরকারি টেস্টে অস্ট্রেলিয়ার ছোটদের কাছে হেরেও যেতে পারত ভারতের অনূর্ধ্ব ১৯ দল।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ০২ অক্টোবর ২০২৪ ১৯:৩৩
Share:

হাড্ডাহাড্ডি লড়ে জয় ভারতের অনূর্ধ্ব ১৯ দলের। ছবি: বিসিসিআই।

অস্ট্রেলিয়ার অনূর্ধ্ব ১৯ দলকে বেসরকারি টেস্টে হড্ডাহাড্ডি লড়াই করে হারাল ভারতের অনূর্ধ্ব ১৯ দল। চতুর্থ ইনিংসে ২১২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে চাপে পড়ে যায় সোহম পটবর্ধনের দল। শেষ পর্যন্ত ২ উইকেটে জয় পেলেন ভারতীয়েরা। যদিও চার দিনের ম্যাচ তিন দিনেই জিতে নিয়েছেন পটবর্ধনেরা।

Advertisement

প্রথম ইনিংসের অস্ট্রেলিয়ার ছোটরা তোলেন ২৯৩ রান। জবাবে ভারত করে ২৯৬ রান। চেন্নাইয়ের ২২ গজে দ্বিতীয় ইনিংসে সফরকারীরা তোলে ২১৪ রান। ফলে ভারতের জয়ের লক্ষ্য দাঁড়ায় ২১২। রান তাড়া করতে নেমে একটা সময় ১১৩ রানে ৫ উইকেট হারায় ভারতের ছোটরা। সাত নম্বরে নামা নিখিল কুমারের অপরাজিত ৫৫ রানের ইনিংসে ভর করে জয় ছিনিয়ে নেয় ভারতের অনূর্ধ্ব ১৯ দল। এ ছাড়া ভাল খেলেন তিন নম্বরে নামা নিত্য পাণ্ড্য। তিনি ৫১ রান করেন। কেপি কার্তিকেয় খেলেন ৩৫ রানের ইনিংস। শেষ দিকে নিখিলকে সঙ্গ দেন সম্রাট নাগরাজ (১৯)। শেষ পর্যন্ত ৮ উইকেট হারিয়ে ২১৪ রান তুলে ম্যাচ জিতে নিয়েছে ভারতের ছোটরা। অস্ট্রেলিয়ার অ্যাডেন ওকোনর ২৭ রানে ৪ উইকেট নেন। ৭৫ রানে ৩ উইকেট বিশ্ব রামকুমারের।

মঙ্গলবার দিনের শেষে অস্ট্রেলিয়ার অনূর্ধ্ব ১৯ দলের রান ছিল ৪ উইকেটে ১১০। কেউই তেমন বড় রান পাননি বুধবার। ওকোনরের ৩৫ রান এবং হেডেন শিলারের অপরাজিত ২৩ রানের ইনিংসে ভর করে ভারতের অনূর্ধ্ব ১৯ দলকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন সফরকারীরা। ভারতের বোলারদের মধ্যে সফলতম মহম্মদ এনান ৭৯ রানে ৬ উইকেট নেন। অধিনায়ক পটবর্ধনের ২৭ রানে ৩ উইকেট।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement