india vs england

ব্যাটিং বিপর্যয়, লর্ডসের মাঠে কী ভাবে হারল ভারত

প্রথম এক দিনের ম্যাচে জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে ভারত। লর্ডসে দ্বিতীয় এক দিনের ম্যাচে মুখোমুখি ভারত এবং ইংল্যান্ড।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৪ জুলাই ২০২২ ১৬:৪৮
Share:

—ফাইল চিত্র

শুধু মূল বিষয়গুলি
শেষ আপডেট: ১৫ জুলাই ২০২২ ০০:৪৬ key status

১০০ রানে হারল ভারত

লর্ডসের মাঠে ১০০ রান হার ভারতের। ব্যাটিং বিপর্যয়ের কারণেই হার।

শেষ আপডেট: ১৫ জুলাই ২০২২ ০০:২৪

আউট শামি ও জাডেজা

একের পর এক উইকেট হারিয়ে চাপে ভারত।

Advertisement
শেষ আপডেট: ১৪ জুলাই ২০২২ ২৩:৫৪ key status

আউট হার্দিক

মইন আলির বলে আউট হার্দিক। ভারতের জয়ের আশা ক্রমশ কমছে।

শেষ আপডেট: ১৪ জুলাই ২০২২ ২৩:২০ key status

বোল্ড সূর্যকুমার

টোপলের বলে বোল্ড সূর্য। ৭৩ রানে পাঁচ উইকেট হারিয়ে চাপের ভারত।

Advertising
Advertising
শেষ আপডেট: ১৪ জুলাই ২০২২ ২৩:০৩

১৬ ওভারে ৫৭ রান

১৬ ওভার শেষে ভারত তুলল ৫৭ রান। সাজঘরে ফিরে গিয়েছেন চার ব্যাটার।

শেষ আপডেট: ১৪ জুলাই ২০২২ ২২:৩৮ key status

আউট বিরাট

অফ স্টাম্পের বাইরের বল ব্যাট ছোঁয়ালেন বিরাট। সাজঘরে ফিরলেন বিরাট।

শেষ আপডেট: ১৪ জুলাই ২০২২ ২২:৩৮ key status

তিন উইকেট হারাল ভারত

ফিরলেন রোহিত, শিখর এবং পন্থ। ২৯ রানের মধ্যে তিন উইকেট হারাল ভারত। রোহিত কোনও রান না করেই আউট। ধবন করলেন ৯ রান। পন্থও কোনও রান করেননি।

শেষ আপডেট: ১৪ জুলাই ২০২২ ২১:২৬ key status

ভারতের সামনে ২৪৭ রানের লক্ষ্য

লর্ডসে জিততে হলে ভারতের প্রয়োজন ২৪৭ রান। ইংল্যান্ডের ইনিংস শেষ ২৪৬ রানে। চার উইকেট নিলেন চহাল। ইংল্যান্ডের হয়ে সব চেয়ে বেশি রান মইন আলির। ৪৭ রান করলেন তিনি।

শেষ আপডেট: ১৪ জুলাই ২০২২ ২০:০৮ key status

লিভিংস্টোনকে ফেরালেন হার্দিক

লিভিংস্টোন ৩৩ রানে আউট। মইনের সঙ্গে তাঁর জুটি ভাঙল। দ্বিতীয় উইকেট নিলেন হার্দিক।

শেষ আপডেট: ১৪ জুলাই ২০২২ ১৯:২২ key status

তৃতীয় উইকেট নিলেন চহাল

বেন স্টোকসের উইকেট নিলেন চহাল। ২১ রানে আউট স্টোকস। পঞ্চম উইকেট হারাল ইংল্যান্ড।

শেষ আপডেট: ১৪ জুলাই ২০২২ ১৯:১২

লিভিংস্টোনের হেলমেটে শামির বাউন্সার

বাটলারকে ফেরানোর পরের বলেই লিভিংস্টোনকে বাউন্সার দিলেন শামি। বল লাগল হেলমেটে। ভারতীয় পেসার ‘উষ্ণ’ অভিবাদন জানালেন?

শেষ আপডেট: ১৪ জুলাই ২০২২ ১৯:০৩ key status

শামির বলে বোল্ড বাটলার

ইংরেজ অধিনায়কের উইকেট তুলে নিলেন শামি। মাঝের ওভারে বল করতে এসে উইকেট নিলেন তিনি। ইংল্যান্ড ফের ব্যাটিং বিপর্যয়ের মুখে। ৮৭ রানে চার উইকেট হারাল তারা।

শেষ আপডেট: ১৪ জুলাই ২০২২ ১৮:৫৭ key status

ফের উইকেট নিলেন চহাল

লর্ডসের পিচে চহালের ঘূর্ণি। এ বার ফিরলেন জো রুট। মাত্র ১১ রান করে আউট তিনি। ৮২ রানে তৃতীয় উইকেট হারাল ইংল্যান্ড।

শেষ আপডেট: ১৪ জুলাই ২০২২ ১৮:৪২ key status

ইংল্যান্ডের দ্বিতীয় উইকেটের পতন

চহালের ঘূর্ণিতে বধ বেয়ারস্টো। ৩৮ রান করে ফিরলেন ইংরেজ ওপেনার। ৭২ রানে দ্বিতীয় উইকেট হারাল ইংল্যান্ড।

শেষ আপডেট: ১৪ জুলাই ২০২২ ১৮:৩৪

১৩ ওভারে ইংল্যান্ডের ৫৯/১

জেসন রয়ের উইকেট হারালেও ইংল্যান্ডের রানের গতি কমছে না। জো রুট এবং জনি বেয়ারস্টো ভারতীয় বোলারদের বিরুদ্ধে রান করছেন।

শেষ আপডেট: ১৪ জুলাই ২০২২ ১৮:১৪ key status

উইকেট নিলেন হার্দিক

নিজের প্রথম ওভারেই উইকেট নিলেন হার্দিক। তিনি ফিরিয়ে দিলেন জেসন রয়কে। ২৩ রান করে আউট ইংরেজ ওপেনার। ৪১ রানে প্রথম উইকেট হারাল ইংল্যান্ড।

শেষ আপডেট: ১৪ জুলাই ২০২২ ১৭:৪৮

তিন ওভার শেষে ইংল্যান্ডের স্কোর ৯/০

শামি এবং বুমরা ভারতের হয়ে বোলিং শুরু করলেন। প্রথম তিন ওভারে কোনও উইকেট নিতে পারেননি তাঁরা। ইংল্যান্ডের হয়ে ওপেন করছেন জেসন রয় এবং জনি বেয়ারস্টো।

শেষ আপডেট: ১৪ জুলাই ২০২২ ১৭:১১

ভারতের প্রথম একাদশে বদল

শ্রেয়সের বদলে দলে ফিরলেন বিরাট। ওপেনিংয়ে রয়েছেন রোহিত এবং শিখর।

শেষ আপডেট: ১৪ জুলাই ২০২২ ১৭:১০ key status

টস জিতলেন রোহিত

প্রথমে বোলিং করবে ভারত। লর্ডসের মাঠে ভারতীয় দলে ফিরলেন বিরাট কোহলী।

শেষ আপডেট: ১৪ জুলাই ২০২২ ১৬:৪৭

ওভালে জয় ভারতের

প্রথম এক দিনের ম্যাচে ওভালে দাপটের সঙ্গে জিতেছে ভারত। যশপ্রীত বুমরা একাই নেন ছ’টি উইকেট। ১১০ রানে শেষ হয়ে যায় ইংল্যান্ড। ১০ উইকেটে ম্যাচ জেতে ভারত। সেই ম্যাচে খেলেননি বিরাট কোহলী। লর্ডসে কি তিনি খেলবেন?

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও পড়ুন
Advertisement