—ফাইল চিত্র
লর্ডসের মাঠে ১০০ রান হার ভারতের। ব্যাটিং বিপর্যয়ের কারণেই হার।
টোপলের বলে বোল্ড সূর্য। ৭৩ রানে পাঁচ উইকেট হারিয়ে চাপের ভারত।
১৬ ওভার শেষে ভারত তুলল ৫৭ রান। সাজঘরে ফিরে গিয়েছেন চার ব্যাটার।
অফ স্টাম্পের বাইরের বল ব্যাট ছোঁয়ালেন বিরাট। সাজঘরে ফিরলেন বিরাট।
ফিরলেন রোহিত, শিখর এবং পন্থ। ২৯ রানের মধ্যে তিন উইকেট হারাল ভারত। রোহিত কোনও রান না করেই আউট। ধবন করলেন ৯ রান। পন্থও কোনও রান করেননি।
লর্ডসে জিততে হলে ভারতের প্রয়োজন ২৪৭ রান। ইংল্যান্ডের ইনিংস শেষ ২৪৬ রানে। চার উইকেট নিলেন চহাল। ইংল্যান্ডের হয়ে সব চেয়ে বেশি রান মইন আলির। ৪৭ রান করলেন তিনি।
লিভিংস্টোন ৩৩ রানে আউট। মইনের সঙ্গে তাঁর জুটি ভাঙল। দ্বিতীয় উইকেট নিলেন হার্দিক।
বেন স্টোকসের উইকেট নিলেন চহাল। ২১ রানে আউট স্টোকস। পঞ্চম উইকেট হারাল ইংল্যান্ড।
বাটলারকে ফেরানোর পরের বলেই লিভিংস্টোনকে বাউন্সার দিলেন শামি। বল লাগল হেলমেটে। ভারতীয় পেসার ‘উষ্ণ’ অভিবাদন জানালেন?
ইংরেজ অধিনায়কের উইকেট তুলে নিলেন শামি। মাঝের ওভারে বল করতে এসে উইকেট নিলেন তিনি। ইংল্যান্ড ফের ব্যাটিং বিপর্যয়ের মুখে। ৮৭ রানে চার উইকেট হারাল তারা।
লর্ডসের পিচে চহালের ঘূর্ণি। এ বার ফিরলেন জো রুট। মাত্র ১১ রান করে আউট তিনি। ৮২ রানে তৃতীয় উইকেট হারাল ইংল্যান্ড।
চহালের ঘূর্ণিতে বধ বেয়ারস্টো। ৩৮ রান করে ফিরলেন ইংরেজ ওপেনার। ৭২ রানে দ্বিতীয় উইকেট হারাল ইংল্যান্ড।
জেসন রয়ের উইকেট হারালেও ইংল্যান্ডের রানের গতি কমছে না। জো রুট এবং জনি বেয়ারস্টো ভারতীয় বোলারদের বিরুদ্ধে রান করছেন।
নিজের প্রথম ওভারেই উইকেট নিলেন হার্দিক। তিনি ফিরিয়ে দিলেন জেসন রয়কে। ২৩ রান করে আউট ইংরেজ ওপেনার। ৪১ রানে প্রথম উইকেট হারাল ইংল্যান্ড।
শামি এবং বুমরা ভারতের হয়ে বোলিং শুরু করলেন। প্রথম তিন ওভারে কোনও উইকেট নিতে পারেননি তাঁরা। ইংল্যান্ডের হয়ে ওপেন করছেন জেসন রয় এবং জনি বেয়ারস্টো।
শ্রেয়সের বদলে দলে ফিরলেন বিরাট। ওপেনিংয়ে রয়েছেন রোহিত এবং শিখর।
প্রথমে বোলিং করবে ভারত। লর্ডসের মাঠে ভারতীয় দলে ফিরলেন বিরাট কোহলী।