India Vs Ireland

আবার আয়ারল্যান্ডে খেলতে যাবে ভারত, কবে, কোথায় ম্যাচ রয়েছে দলের?

ওয়েস্ট ইন্ডিজ় সফর শেষ করেই আয়ারল্যান্ডে টি-টোয়েন্টি সিরিজ় খেলতে যাবে ভারত। গত বছরও সে দেশে গিয়ে দু’টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিল তারা। এ বার ম্যাচের সংখ্যা বেড়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৮ জুন ২০২৩ ১১:১৫
Share:

ভারতীয় দল। — ফাইল চিত্র

ওয়েস্ট ইন্ডিজ় সফর শেষ হলেও ক্রিকেট অভিযান থামছে না ভারতের। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ় খেলতে আয়ারল্যান্ডে যাবে ভারত। মঙ্গলবার রাতে ক্রিকেট আয়ারল্যান্ডের তরফে সূচি ঘোষণা করা হয়েছে। গত বছরও আয়ারল্যান্ড সফরে সীমিত ওভারের সিরিজ় খেলতে গিয়েছিল ভারত।

Advertisement

আয়ারল্যান্ডের ঘোষিত সূচি অনুযায়ী, আগামী ১৮ অগস্ট টি-টোয়েন্টি সিরিজ়‌ের প্রথম ম্যাচ শুরু। শেষ হবে ২৩ অগস্ট। মাঝে ২০ অগস্ট একটি ম্যাচ রয়েছে। ডাবলিনের ম্যালাহাইডের মাঠে প্রত্যেকটি ম্যাচ হবে। জুলাই থেকে অগস্টের শুরু পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজ় সফরে তিন ফরম্যাটেরই সিরিজ় খেলবে ভারত। আমেরিকায় ওয়েস্ট ইন্ডিজ়‌ের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরি‌জ়ের শেষ দু’টি ম্যাচ হবে। সেখান থেকে ভারতীয় দল চলে আসবে আয়ারল্যান্ডে।

ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ়ের দল এখনও ঘোষণা হয়নি। এক দিনের দলে প্রথম সারির সব ক্রিকেটার খেললেও বিশ্বকাপের কথা ভেবে টি-টোয়েন্টি সিরিজ়ে তাঁদের বিশ্রাম দেওয়া হতে পারে। সে ক্ষেত্রে হয়তো আরও এক বার টি-টোয়েন্টিতে ভারতের নেতৃত্ব দেবেন হার্দিক পাণ্ড্য। ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ় থেকে নেতৃত্ব দিতে পারেন। তার পর দল নিয়ে চলে যাবেন আয়ারল্যান্ডে।

Advertisement

এক বিবৃতিতে আয়ারল্যান্ড ক্রিকেটের মুখ্য কর্তা ওয়ারেন ডিউট্রম বলেছেন, “১২ মাসে এই নিয়ে দ্বিতীয় বার ঘরের মাঠে ভারতের বিরুদ্ধে খেলতে পেরে আমরা আনন্দিত। একটা উত্তেজক সিরিজ়ের অপেক্ষায় রয়েছি। গত বার দুটো ম্যাচেই দর্শকাসন পূর্ণ হয়ে গিয়েছিল। এ বার তিন ম্যাচের সিরিজ়। আশা করি আরও বেশি সমর্থক ক্রিকেটের আনন্দ উপভোগ করতে পারবেন।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement