world cup

India Cricket: মহিলাদের এক দিনের বিশ্বকাপের দল ঘোষণা, অধিনায়ক মিতালি, দলে বাংলার ঝুলন, রিচা

৬ মার্চ থেকে বে ওভালে বিশ্বকাপ অভিযান শুরু করতে চলেছেন ভারতের মেয়েরা। প্রথম ম্যাচেই চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তান।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৬ জানুয়ারি ২০২২ ১১:৪৭
Share:

দলে মিতালি, ঝুলন ফাইল চিত্র

চলতি বছর নিউজিল্যান্ডে হতে চলা মহিলাদের এক দিনের বিশ্বকাপের জন্য ভারতীয় দল ঘোষণা করল বিসিসিআই। বৃহস্পতিবার ১৫ সদস্যের দল ঘোষণা করে বোর্ড। অধিনায়কত্ব করবেন মিতালি রাজ। সহ-অধিনায়ক হরমনপ্রীত কউর। দলে রয়েছেন ঝুলন গোস্বামীও।

Advertisement

উল্লেখযোগ্য ভাবে দল থেকে বাদ পড়েছেন তরুণ ব্যাটার জেমিমা রড্রিগেজ ও জোরে বোলার শিখা পাণ্ডে। দু’জনেই বেশ কয়েক বছর ধরে ভারতীয় দলের সঙ্গে যুক্ত। ঝুলন ছা়ড়াও দলে রয়েছেন বাংলার রিচা ঘোষ। উইকেটরক্ষক হিসেবে নেওয়া হয়েছে তাঁকে।

গ্রাফিক: শৌভিক দেবনাথ।

৬ মার্চ থেকে বে ওভালে বিশ্বকাপ অভিযান শুরু করতে চলেছেন ভারতের মেয়েরা। প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান। রাউন্ড রবিন ফরম্যাটে হবে খেলা। অর্থাৎ সব দেশকে সব দেশের সঙ্গে খেলতে হবে। গ্রুপ পর্যায়ে মোট সাতটি ম্যাচ খেলতে হবে মিতালিদের।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement