india cricket

India Vs West Indies 2022: নজিরের সামনে রোহিতের ভারত, ওয়েস্ট ইন্ডিজকে হারালেই ছুঁয়ে ফেলবেন বাবরের পাকিস্তানকে

টি-টোয়েন্টি ক্রিকেটে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ১৪টি ম্যাচ জিতেছে ভারত। সোমবার জিতলেই পাকিস্তানের নজির ছোঁবেন রোহিত শর্মারা।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০১ অগস্ট ২০২২ ১৩:৫৩
Share:

বড় নজিরের সামনে রোহিতরা ছবি: পিটিআই

টি-টোয়েন্টি ক্রিকেটে পাকিস্তানের নজির ছুঁয়ে ফেলার সুযোগ রয়েছে ভারতের সামনে। সোমবার দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে হারালেই বাবর আজমদের গড়া রেকর্ড স্পর্শ করবেন রোহিত শর্মারা। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সব থেকে বেশি টি-টোয়েন্টি জয়ের নিরিখে দু’দলই এক জায়গায় চলে আসবে।

Advertisement

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে এখনও পর্যন্ত ১৪টি টি-টোয়েন্টি ম্যাচ জিতেছে ভারত। অন্য দিকে নিকোলাস পুরানদের বিরুদ্ধে সব থেকে বেশি ১৫টি টি-টোয়েন্টি ম্যাচ জিতেছে পাকিস্তান। সোমবার ওয়েস্ট ইন্ডিজকে হারালে পাকিস্তানের নজির ছুঁয়ে ফেলবে ভারত।

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শেষ ১৩ টি-টোয়েন্টি ম্যাচে মাত্র এক বার হেরেছে ভারত। ২০১৭ সালের জুলাই মাসে। সব মিলিয়ে ২১টি ম্যাচের মধ্যে ১৪টি ম্যাচে জিতেছে ভারত। অন্য দিকে পাকিস্তান ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ২১টি ম্যাচের মধ্যে ১৫টি ম্যাচে জিতেছে।

Advertisement

ওয়েস্ট ইন্ডিজকে তাদের ঘরের মাঠে এক দিনের সিরিজে চুনকামের পরে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে বড় ব্যবধানে হারিয়েছে ভারত। সিরিজের আরও চার ম্যাচ বাকি। প্রথম ম্যাচে হারলেও সিরিজে ফেরা নিয়ে আশাবাদী ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক পুরান। অন্য দিকে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে প্রতিটি ম্যাচকে প্রস্তুতি হিসাবে দেখছেন রোহিতরা। জয় ছাড়া অন্য কিছু দেখছে না ভারত।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement