ICC World Cup 2023

বৃহস্পতিবার আসল পরীক্ষা বাংলাদেশের, টানা দু’ম্যাচ হারা শাকিবদের সতর্ক বার্তা কোচের

পর পর দু’টি ম্যাচ হেরে বিশ্বকাপে চাপে বাংলাদেশ। পরের প্রতিপক্ষ আয়োজক ভারত। এই ম্যাচ নিয়ে শাকিবদের সতর্ক করে দিয়েছেন দলের সহকারী কোচ।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৪ অক্টোবর ২০২৩ ১৮:৩৫
Share:

শাকিব আল হাসান। —ফাইল চিত্র।

প্রথম ম্যাচ জেতার পর দু’টি ম্যাচ হেরে গিয়েছেন শাকিব আল হাসানেরা। বিশ্বকাপ অভিযান ভাল শুরু করেও তাল কেটেছে বাংলাদেশের। এই পরিস্থিতিতে আগামী বৃহস্পতিবার প্রতিপক্ষ আয়োজক ভারত। এই ম্যাচই শাকিবদের ক্রিকেটীয় দক্ষতার আসল পরীক্ষা নেবে বলে মনে করেন বাংলাদেশের সহকারী কোচ নিক পোথাস।

Advertisement

ভারতের বিরুদ্ধে ম্যাচ বাংলাদেশের ক্রিকেটারদের জন্য বড় সুযোগ। এমনই মনে করছেন পোথাস। ইংল্যান্ড, নিউ জ়িল্যান্ডের কাছে পর পর হারের পর তাঁকে প্রশ্ন করা হয়, ভারতের বিরুদ্ধে ম্যাচ নিয়ে কী ভাবছেন? পোথাস বলেছেন, ‘‘আমরা কী ভাবে শুরু করব ঠিক করিনি। ভারত বিশ্বের সেরা দল। তার উপর ওরা নিজেদের ঘরের মাঠে খেলবে। আমাদের দিক থেকে বলতে পারি, সেরাদের বিরুদ্ধে নিজেদের ক্রিকেটীয় দক্ষতা পরখ করে নেওয়ার সুযোগ পাব। এটাই আমাদের উত্তেজিত করছে।’’

পর পর দু’টি ম্যাচে হারলেও ভারত ম্যাচ নিয়ে আশাবাদী পোথাস। তিনি বলেছেন, ‘‘এই ম্যাচটার আগে আমরা যথেষ্ট বিশ্রাম পেয়ে যাব। বিশ্বকাপে আমাদের ঘন ঘন ম্যাচ খেলতে হচ্ছে। যথেষ্ট চাপ নিতে হচ্ছে। এই ম্যাচগুলো ক্রিকেটারদের অনেক শক্তি নিয়ে নেয়।’’ তিনি আরও বলেছেন, ‘‘অনেকে মনে করতে পারেন, প্রচুর অনুশীলন করলে লাভ হতে পারে। আসলে সেটা খুব একটা সাহায্য করে না। ভারতের বিরুদ্ধে ম্যাচের আগে আমরা ক্রিকেটারদের মানসিক এবং শারীরিক ভাবে বিশ্রাম দিতে চাই।’’

Advertisement

পোথাস মেনে নিয়েছেন ভারতের বিরুদ্ধে ম্যাচে কঠিন লড়াই করতে হবে। তিনি বলেছেন, ‘‘সেরা বোলিং আক্রমণের বিরুদ্ধে খেলতে হলে নিজের সেরা খেলাটা খেলা দরকার। এর কোনও বিকল্প নেই। নিজের ইচ্ছা মতো খেলার সুযোগ থাকে না। আমাদেরও সেটাই চেষ্টা করতে হবে ভারতের বিরুদ্ধে।’’

বাংলাদেশ শিবিরের উদ্বেগ বৃদ্ধি করেছে নিউ জ়িল্যান্ড ম্যাচে অধিনায়কের চোট। দু’তিন দিন অনুশীলন করতে পারবেন না বাঁ পায়ের উরুর চোটের জন্য। ভারতের বিরুদ্ধে শাকিবের খেলা অনিশ্চিত।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement