India vs South Africa

শুধুই শূন্যতা! শূন্য রানে ৬ উইকেট, ছয় ব্যাটার শূন্য, শূন্যের নজির ভারতের

প্রথম ইনিংসের রানের নিরিখে দক্ষিণ আফ্রিকাকে ৯৮ রানে পিছনে ফেলেও এক জোড়া লজ্জার নজির গড়ল ভারতীয় দল। বুধবার কেপ টাউনে ফিরল ২০১৪ সালের লজ্জাও।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৩ জানুয়ারি ২০২৪ ২১:৩২
Share:

রোহিত শর্মা। —ফাইল চিত্র।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে লজ্জার নজির গড়ল ভারতীয় দল। প্রথম ইনিংসে ডিন এলগারের দলের ৫৫ রানের জবাবে ভারতের প্রথম ইনিংস শেষ হয় ১৫৩ রানে। ৪ উইকেটে ১৫৩ থেকে ১১ বলে শেষ যায় রোহিত শর্মাদের প্রতিরোধ। তাতেই হয়েছে লজ্জার নজির।

Advertisement

ভারত শেষ ৬ উইকেট হারিয়েছে শূন্য রানে। ভারতীয় দলের মোট সাত জন ব্যাটার কোনও রান করতে পারেননি। তাঁদের মধ্যে মুকেশ কুমার শুধু অপরাজিত থাকেন। টেস্ট ক্রিকেটের ইতিহাসে এমন নজির দ্বিতীয় নেই। এত কম রানে কখনও কোনও দল টেস্টে ৬ উইকেট হারায়নি এর আগে। শূন্য রানে ৬ উইকেট হারিয়ে নতুন বছরের শুরুতেই ক্রিকেটপ্রেমীদের লজ্জা উপহার দিলেন ভারতীয় ক্রিকেটারেরা।

এ ছাড়াও ভারতের ছ’জন ব্যাটার শূন্য রানে আউট হয়েছেন। টেস্টের এক ইনিংসে সব থেকে বেশি সংখ্যক ব্যাটারের শূন্য রানে আউট হওয়ার ক্ষেত্রেও নজির হয়েছে। তবে এই প্রথম নয়। এর আগে ২০১৪ সালে ইংল্যান্ডের বিরুদ্ধেও এক ইনিংসে ভারতের ছয় ব্যাটার আউট হয়েছিলেন শূন্য রানে। টেস্টের এক ইনিংসে এটাই সব থেকে বেশি সংখ্যক ব্যাটারের শূন্য রানে আউট হওয়ার নজির। যা ভারতের ক্ষেত্রে দ্বিতীয় বার হল। অর্থাৎ, নিজেদের ন’বছর আগের লজ্জার নজিরই স্পর্শ করলেন রোহিতেরা। এ ছাড়া টেস্টের এক ইনিংসে ছয় ব্যাটারের শূন্য রানে আউট হওয়ার নজির রয়েছে আরও ছ’টি। বাংলাদেশের তিন বার এমন নজির রয়েছে। এক বার করে এই লজ্জার নজির রয়েছে পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা এবং নিউ জ়িল্যান্ডের। সব মিলিয়ে টেস্টের এক ইনিংসে ছয় ব্যাটারের শূন্য রানে আউট হওয়ার ঘটনা ঘটল আট বার।

Advertisement

বুধবার কেপ টাউনে যশস্বী জয়সওয়াল, শ্রেয়স আয়ার, রবীন্দ্র জাডেজা, যশপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ এবং প্রসিদ্ধ কৃষ্ণ শূন্য রানে আউট হয়েছেন। লোকেশ রাহুল করেছেন ৮ রান। বলার মতো রান পেয়েছেন শুধু তিন জন। অধিনায়ক রোহিত ৩৯, শুভমন গিল ৩৬ এবং বিরাট কোহলি ৪৬ রান করেছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement