ভারতের অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটারেরা। ছবি: এক্স।
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সেমিফাইনালে মঙ্গলবার দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ফাইনালে চলে গিয়েছে ভারত। সচিন ধাস এবং উদয় সাহারানের সৌজন্যে আয়োজক দেশকেই ছিটকে দিয়েছে ভারত। ফাইনালে ওঠার পরেই নতুন নজির তৈরি করেছে ভারতের অনূর্ধ্ব-১৯ দল। রবিবার টানা পাঁচ বার ফাইনাল খেলতে নামবে তারা। এই নজির আর কোনও দেশের নেই।
২০১৬ থেকে টানা সবক’টি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে উঠেছে ভারত। তার মধ্যে জিতেছে দু’টিতে। হেরেছে দু’টিতে। তবে সব মিলিয়ে পাঁচ বার বিশ্বকাপ জিতে সফলতম দল ভারতই।
২০১৬-য় ভারত হেরে গিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ়ের কাছে। সেই দলে ঋষভ পন্থ, আবেশ খান, ঈশান কিশনের মতো ক্রিকেটারেরা ছিলেন। ২০১৮ সালে ভারত ট্রফি জেতে। ফাইনালে অস্ট্রেলিয়াকে হারায় আট উইকেটে। সেই দল থেকে উঠে এসেছেন শুভমন গিল, পৃথ্বী শ, রিয়ান পরাগের মতো ক্রিকেটার। দু’বছর পর ২০২০ সালে ফাইনালে প্রতিবেশী বাংলাদেশের কাছে হারে ভারত। সে বারও খেলা হয় দক্ষিণ আফ্রিকাতেই। বৃষ্টিবিঘ্নিত ফাইনালে ভারত হারে ডাকওয়ার্থ-লুইস নিয়মে। গত বারের বিশ্বকাপে জেতে ভারত। সেটি হয় ওয়েস্ট ইন্ডিজ়ে। ফাইনালে ইংল্যান্ডকে আট উইকেটে হারায় ভারত।
অনূর্ধ্ব-১৯ ফরম্যাটে ভারত বিশ্বের সফলতম দল। এখনও পর্যন্ত ৩২৯টি ম্যাচ খেলে ২৩৭টিতে জিতেছে তারা। হেরেছে মাত্র ৬১টি ম্যাচে। অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউ জ়িল্যান্ড, দক্ষিণ আফ্রিকা সব দেশের বিরুদ্ধেই তাদের রেকর্ড ভাল। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৩৭টি ম্যাচের মধ্যে ২৩টিতেই জিতেছে ভারত। চলতি বছরে এখনও একটিও ম্যাচ হারেনি তারা।