India vs New Zealand 1st Test

লজ্জার ৪৬! দেশের মাটিতে সবচেয়ে কম রানে শেষ ভারত, ১০ রানের জন্য বেঁচে গেল ৩৬-এর রেকর্ড

দেশের মাটিতে সবচেয়ে কম রানে অল আউট হওয়ার রেকর্ড করল ভারত। বেঙ্গালুরুতে নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে ৪৬ রানে শেষ হয়ে গেল ভারতের ইনিংস। দলের পাঁচ ব্যাটার শূন্য রানে আউট হলেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ১৭ অক্টোবর ২০২৪ ১৩:১৯
Share:

বেঙ্গালুরুতে প্রথম ইনিংসে আউট হয়ে ফিরে যাচ্ছেন রোহিত শর্মা। ছবি: পিটিআই।

একটা সময় দেখে মনে হয়েছিল ৩৬ রানের লজ্জার রেকর্ড ভেঙে দেবে ভারত। কোনও রকমে তা বাঁচাল তারা। কিন্তু তাতে লজ্জা বিশেষ কমেনি। কারণ, বেঙ্গালুরুতে নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে ৪৬ রানে শেষ হয়ে গেল ভারতের ইনিংস। দেশের মাটিতে সবচেয়ে কম রানে অল আউট হওয়ার রেকর্ড করলেন রোহিত শর্মা, বিরাট কোহলিরা।

Advertisement

টেস্টে ভারতের সর্বনিম্ন রানে অল আউট হওয়ার রেকর্ড ৩৬। ২০২০ সালের ডিসেম্বর মাসে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অ্যাডিলেডে দিন-রাতের টেস্টে এই ঘটনা ঘটে। সেই ইনিংসে অবশ্য ভারতের ১০ উইকেট পড়েনি। ৯ উইকেট পড়েছিল। মহম্মদ শামি হাতে চোট পেয়ে উঠে যান। ঘটনাচক্রে পরে সেই সিরিজ় জিতেছিল ভারত।

ভারতের টেস্ট ইতিহাসে দ্বিতীয় সবচেয়ে কম রানে অল আউট হওয়ার ঘটনা ঘটেছিল ১৯৭৪ সালে। লর্ডসে ইংল্যান্ডের বিরুদ্ধে ৪২ রানে অল আউট হয়েছিল তারা। তার পরেই বেঙ্গালুরু। নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় সবচেয়ে কম রানে আউট হলেন রোহিতেরা।

Advertisement

টেস্টের ইতিহাসে ভারত বেশ কয়েক বার কম রানে অল আউট হয়েছে। ১৯৪৭ সালে ব্রিসবেনে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৫৮ রানে শেষ হয়ে গিয়েছিল ভারতের ইনিংস। ১৯৫২ সালে ম্যাঞ্চেস্টারে সেই ৫২ রানেই অল আউট হয়েছিল ভারত।

১৯৯৬ সালে ডারবানে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৬৬ রানে অল আউট হয়েছিল ভারত। ১৯৪৮ সালে মেলবোর্নে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের ইনিংস শেষ হয়েছিল ৬৭ রানে। ১৯৮৭ সালে দিল্লিতে ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে ৭৫ রানে অল আউট হয়েছিল ভারত। সেটিই ছিল দেশের মাটিতে ভারতের এক ইনিংসে সবচেয়ে কম রান। সেই লজ্জার রেকর্ড এ দিন ভেঙে দিলেন রোহিত, কোহলিরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement