পাকিস্তানের ক্রিকেট সমর্থকদের দলের পাশে থাকার আহ্বান জানালেন ইমাম। ছবি: টুইটার।
ঘরের মাঠে ইংল্যান্ডের কাছে টি-টোয়েন্টি সিরিজ়ে বাবর আজমরা হারতেই শুরু হয়েছে সমালোচনা। পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটারদের পাশাপাশি সমালোচনায় মুখর ক্রিকেটপ্রেমীরাও। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে সকলকে দলের পাশে দাঁড়ানোর আবেদন জানালেন ইমাম উল হক। সতীর্থদের পাশে দাঁড়ানোর আহ্বান জানালেন অনুরাগীদের কাছে।
রবিবারের ম্যাচে পাকিস্তানের খুশদিল শাহ আউট হওয়ার পর দর্শকরা তাঁকে তীব্র বিদ্রুপ করেন। সেই ঘটনার ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তা উল্লেখ করে ক্রিকেটপ্রেমীদের দলের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন পাকিস্তানের ওপেনিং ব্যাটার। সমাজমাধ্যমে খুশদিলকে বিদ্রুপ করার ভিডিয়ো দিয়ে ইমাম লিখেছেন, ‘আমাদের অনুরাগীদের প্রতি আমার অনুরোধ, কোনও ক্রিকেটারকে দয়া করে এ ভাবে কটূক্তি করবেন না। এই ধরনের ঘটনা ক্রিকেটারদের স্বাস্থ্যের উপর প্রভাব ফেলতে পারে। বরং, ওদের সব সময় সমর্থন করুন। যেমন ভাবে আগেও করে এসেছেন আপনারা। আমরা আপনাদের জন্যই খেলি। আমরা পাকিস্তানের জন্য খেলি। সকলে ভাল থাকুন।’
টেস্ট দলের নিয়মিত সদস্য হলেও ইমাম পাকিস্তানের টি-টোয়েন্টি দলে নেই। টি-টোয়েন্টি বিশ্বকাপের দলেও তাঁকে রাখেননি পাক নির্বাচকরা। তবু গুরুত্বপূর্ণ প্রতিযোগিতার আগে সতীর্থদের পাশে দাঁড়ালেন। ক্রিকেটপ্রেমীদেরও দলের পাশে থাকার আহ্বান জানালেন ইমাম।