Jasprit Bumrah

বুমরাকে ছাড়াই টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে হবে রোহিতদের, জানিয়ে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড

চোটের জন্য দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ় থেকে ছিটকে গিয়েছিলেন বুমরা। তাঁর টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা নিয়ে তৈরি হয়েছিল প্রশ্ন। সোমবার ভারতীয় ক্রিকেট বোর্ড জানাল, খেলতে পারবেন না বুমরা।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৩ অক্টোবর ২০২২ ২০:৩৪
Share:

টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে সরকারি ভাবে ছিটকে গেলেন বুমরা। ছবি: টুইটার।

চোটের জন্য টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে সরকারি ভাবে ছিটকে গেলেন যশপ্রীত বুমরা। সোমবার সরকারি ভাবে জানিয়ে দিলেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহ। ফলে অস্ট্রেলিয়ার মাটিতে আসন্ন প্রতিযোগিতায় বুমরাকে ছাড়াই খেলতে হবে রোহিত শর্মাদের।

Advertisement

পিঠের চোটের জন্য আগেই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ় থেকে ছিটকে গিয়েছিলেন বুমরা। তবু আশায় ছিলেন ভারতীয় ক্রিকেট বোর্ডের কর্তারা। আশায় ছিলেন রোহিত শর্মা, রাহুল দ্রাবিড়রা। যদি টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে সুস্থ হয়ে উঠতে পারেন তিনি। কিন্তু সেই সম্ভাবনা আর থাকল না। সোমবার ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে সরকারি ভাবে জানিয়ে দেওয়া হল, অস্ট্রেলিয়ায় আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে পারবেন না বুমরা।

ভারতীয় ক্রিকেট বোর্ডের মেডিক্যাল টিমের সদস্যরা বুমরার চোট পরীক্ষা করেছেন। বিশেষজ্ঞ চিকিৎসকদের সঙ্গে পরামর্শও করা হয়েছে তাঁর চোট নিয়ে। পিঠের চোটের জন্য বুমরাকে কত দিন মাঠের বাইরে থাকতে হবে, তা নিয়ে কিছু জানায়নি বিসিসিআই। বুমরার পরিবর্ত হিসাবে কাকে টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে নেওয়া হবে, তা জানায়নি ভারতীয় বোর্ড।

Advertisement

অস্ট্রেলিয়ার মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বোলিং আক্রমণের নেতৃত্ব ছিল বুমরার হাতে। এই মুহূর্তে তাঁকে বিশ্বের অন্যতম সেরা জোরে বোলার বলা হয়। তাঁর না খেলতে পারা নিশ্চিত ভাবে ভারতীয় দলের জন্য বড় ধাক্কা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement