ICC World Cup 2023

বিশ্বকাপে মাঠে নামার আগে রোহিতের উপর সব দায় চাপিয়ে দিলেন দ্রাবিড়! কেন এমন করলেন কোচ?

দ্রাবিড় জানিয়ে দিলেন, খেলা শুরু হয়ে গেলে তাঁর বিশেষ কিছু করার থাকবে না। দায়িত্ব নিতে হবে রোহিতকে। অধিনায়ককেই নিজের দলকে টেনে নিয়ে যেতে হবে বিশ্বকাপে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৬ অক্টোবর ২০২৩ ২৩:০৮
Share:

রাহুল দ্রাবিড়। ছবি: টুইটার।

এক দিনের বিশ্বকাপ শুরু হয়ে গেলেও এখনও মাঠে নামেননি রোহিত শর্মারা। ভারতের প্রথম ম্যাচ আগামী রবিবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। তার আগেই দলের সব দায় অধিনায়কের উপর চাপিয়ে দিলেন কোচ রাহুল দ্রাবিড়। বলে দিলেন, রোহিতকেই টেনে নিয়ে যেতে হবে দলকে।

Advertisement

শুক্রবার চেন্নাইয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন দ্রাবিড়। তিনি বলেছেন, ‘‘সত্যি বলতে এক বার খেলা শুরু হয়ে গেলে দলটা অধিনায়কের। দলকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্বও তার। যা করার ক্রিকেটারদেরই করতে হবে। ওদের সব কিছু (পরিকল্পনা) কার্যকর করতে হবে।’’ কোচ হিসাবে কি আপনার কোনও দায়িত্ব নেই? দ্রাবিড় বলেছেন, ‘‘বিশ্বকাপের আগে পর্যন্ত আমি আমার কাজ করেছি। দলকে একটা জায়গায় পৌঁছে দিয়েছি। বিশ্বকাপের জন্য যে রকম দল চেয়েছিলাম, তা পেয়েছি। এর পর আমি আশা করতেই পারি, ক্রিকেটারেরা নিজেদের প্রয়োগ করতে পারবে। নিজেদের দায়িত্ব উপভোগ করবে।’’

দ্রাবিড় মনে করেন ক্রিকেটে অধিনায়কের গুরুত্ব যথেষ্ট। মাঠে অধিনায়কের সিদ্ধান্তের উপর অনেক কিছু নির্ভর করে। খেলা শুরু হওয়ার পর কোচের তেমন ভূমিকা থাকে না। তিনি বলেছেন, ‘‘প্রতিযোগিতা শুরু হওয়ার পর কোচ হিসাবে আমি দলের জন্য রান করতে পারব না। উইকেটও নিতে পারব না। যা করার ছেলেদেরই করতে হবে। আমরা কোচেরা শুধু ক্রিকেটারদের সমর্থন করতে পারি। ওদের পাশে থাকতে পারি।’’ তিনি আরও বলেছেন, ‘‘কোচ হিসাবে আমি ওদের অবশ্যই সাহায্য করতে পারি। পরামর্শ দিতে পারি। অনুশীলনের সময় সাহায্য করতে পারি। তবু এটা রোহিতের দল। ওকেই এগিয়ে নিয়ে যেতে হবে।’’ দ্রাবিড় অবশ্য জানাতে ভোলেননি বিশ্বকাপের মতো বড় আসরে তিনি সব সময় অধিনায়কের পাশে থাকবেন। তবু মনে করিয়ে দিতে চান, কোচ হিসাবে তিনি খেলার সময় কোনও সাহায্য করতে পারবেন না। মাঠে ক্রিকেটারদেরই লড়াই করতে হবে। জয়ের জন্য ঝাঁপাতে হবে। প্রতিটি রানের জন্য বা উইকেটের জন্য চেষ্টা করতে হবে। রোহিতের নেতৃত্বের প্রতি যে তাঁর পূর্ণ আস্থা রয়েছে, তাও জানিয়েছেন দ্রাবিড়।

Advertisement

ভারতীয় দলের কোচকে প্রশ্ন করা হয়, বিশ্বকাপের মতো প্রতিযোগিতায় আগে ব্যাট করে কত রান তুললে নিশ্চিন্ত থাকা যায়। জবাবে হাসতে হাসতে দ্রাবিড় বলেছেন, ‘‘নির্দিষ্ট কোনও প্রতিপক্ষকে নিয়ে কথা হলে হয়তো বলা যায়। তাও নিরাপদ রান বলে কিছু হয় না। পুরো প্রতিযোগিতা ধরে বলা সম্ভব নয়। এ ভাবে ভবিষ্যদ্বাণী করা যায় না। এটাই বিশ্বকাপের সৌন্দর্য্য।’’ তিনি আরও বলেছেন, ‘‘আমাদের অনেকগুলো মাঠে খেলতে হবে। বিভিন্ন রকম উইকেটে খেলতে হবে আমাদের। ভারতের কোথাও লাল মাটির উইকেট, আবার কোথাও কালো মাটির উইকেট। কোথাও আবার দু’রকম মাটিই থাকে। প্রতিটি উইকেট আলাদা। তাই নিরাপদ রান ঠিক করা সম্ভব নয়। কোনও রানই নিরাপদ হতে পারে না।’’

উইকেটের চরিত্র ছাড়াও দ্রাবিড় গুরুত্ব দিচ্ছেন মাঠের আয়তনকেও। বলেছেন, ‘‘চেন্নাইয়ের মাঠটা তুলনায় বড়। আবার বেঙ্গালুরু বা দিল্লিতে আমরা অন্যরকম মাঠ পাব। বিশ্বকাপের প্রতিটি মাঠ আলাদা। তাই অনেক কিছুই মাথায় রাখতে হবে আমাদের।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement