ICC World Cup 2023

বিশ্বকাপে ধাক্কা, সুস্থ হওয়ার পথে আবার চোট, প্রতিযোগিতায় নেই আরও এক ক্রিকেটার

বিশ্বকাপে বড় ধাক্কা, সুস্থ হওয়ার পথে আবার চোট, প্রতিযোগিতায় নেই আরও এক ক্রিকেটার

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২৩ ১২:০৭
Share:

এক দিনের বিশ্বকাপের ট্রফি। —ফাইল চিত্র।

আশঙ্কাই সত্যি হল। চোটের জন্য বিশ্বকাপে খেলা হবে না আরও এক ক্রিকেটারের। শ্রীলঙ্কা পাবে না ওয়ানিন্দু হাসরঙ্গকে। তিনি দাসুন শনাকার দলের গুরুত্বপূর্ণ সদস্য। সুস্থ হওয়ার প্রক্রিয়ার মধ্যে নতুন করে চোট পেয়েছেন তিনি।

Advertisement

লঙ্কা প্রিমিয়ার লিগে চোট পেয়েছিলেন হাসরঙ্গ। খেলতে পারেননি এশিয়া কাপে। সেই চোট সারিয়ে বিশ্বকাপ খেলার আশা জাগান শ্রীলঙ্কার অলরাউন্ডার। মনে করা হচ্ছিল, বিশ্বকাপ শুরুর আগেই ম্যাচ খেলার মতো ফিট হয়ে যাবেন তিনি। কিন্তু রিহ্যাবের মধ্যেই আবার চোট পেয়েছেন তিনি। ফলে আগামী বিশ্বকাপে খেলার কোনও সম্ভাবনা থাকল না হাসরঙ্গের।

জ়িম্বাবোয়েতে বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের প্রতিযোগিতায় ২২টি উইকেট নিয়েছিলেন হাসরঙ্গ। তাঁর স্পিন বোলিংয়ের উপর অনেকটাই নির্ভর করে শ্রীলঙ্কা শিবির। বিশ্বকাপে হাসরঙ্গর মতো স্পিনার অলরাউন্ডারকে না পাওয়া নিশ্তিত ভাবে শ্রীলঙ্কার জন্য বড় ক্ষতি। চোটের জন্য বিশ্বকাপে অনিশ্চিত শ্রীলঙ্কার স্পিনার মাহিশ থিকসানা এবং জোরে বোলার দুষ্মন্ত চামিরাও। স্বাভাবিক ভাবেই ১৯৯৬ সালের বিশ্বজয়ীদের বোলিং আক্রমণের ধার অনেকটাই কমতে পারে।

Advertisement

লঙ্কা প্রিমিয়ার লিগেও ভাল ফর্মে ছিলেন হাসরঙ্গ। ১৯টি উইকেট নিয়েছিলেন তিনি। প্রতিযোগিতার সর্বোচ্চ উইকেট শিকারিও তিনি। আশা করা হয়েছিল, বিশ্বকাপে তাঁকে পাওয়া যাবে। আইপিএল খেলার সুবাদে ভারতের পিচগুলির সম্পর্কে যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে তাঁর। চোটের জন্য শ্রীলঙ্কার দিলশান মধুশঙ্ক, লাহিরু কুমারাকে নিয়েও উদ্বেগ রয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement