ছন্দে ফিরলেন মিতালি। ছবি: আইসিসি
বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আরও একটি ব্যক্তিগত মাইল ফলক স্পর্শ করলেন মিতালি রাজ। বিশ্বকাপের আসরে সর্বাধিক অর্ধশতরান করার বিশ্বরেকর্ড স্পর্শ করলেন অভিজ্ঞ ব্যাটার।
অকল্যান্ডের ইডেন পার্কে এক দিনের আন্তর্জাতিক ক্রিকেটে শনিবার ৬৩তম অর্ধশতরান করলেন মিতালি। এটিই চলতি বছরে তাঁর প্রথম অর্ধশতরান। বিশ্বকাপের আসরে সর্বাধিক ১২টি অর্ধশতরানের বিশ্বরেকর্ডও স্পর্শ করলেন। নিউজিল্যান্ডের প্রাক্তন ব্যাটার ডেবি হকলেরও ১২টি অর্ধশতরান রয়েছে বিশ্বকাপে। টপকে গেলেন ইংল্যান্ডের প্রাক্তন ব্যাটার শার্লট এডওয়ার্ডসকে।
ব্যাটার হিসেবে যুগ্ম ভাবে শীর্ষে থাকলেও অধিনায়ক হিসেবে বিশ্বকাপে সব থেকে বেশি অর্ধশতরান করার নিজের রেকর্ড উন্নত করলেন। বিশ্বকাপে অধিনায়ক হিসেবে অষ্টম অর্ধশতরান এল মিতালির ব্যাট থেকে। দ্বিতীয় স্থানে রয়েছেন নিউজিল্যান্ডের সুজি বেটস। বিশ্বকাপে তাঁর অধিনায়ক হিসেবে অর্ধশতরানের সংখ্যা ছয়।
এ বারের বিশ্বকাপে এত দিন চেনা ছন্দে দেখা যাচ্ছিল না ভারতীয় মহিলা দলের অধিনায়ককে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বায়িত্বশীল ৬৮ রানের ইনিংস খেলে দলের প্রাথমিক ব্যাটিং বিপর্যয় সামলান তিনি। একই সঙ্গে দলকেও পৌঁছে দেন লড়াই করার মতো জায়গায়। এর আগে এ বারের বিশ্বকাপের চার ম্যাচে মাত্র ৪৬ রান করেন মিতালি। স্বভাবতই ভারত অধিনায়ককে নিয়ে শুরু হয় সমালোচনা।