শেষ আপডেট:
১৫ ফেব্রুয়ারি ২০২৩ ২১:৩৫
আউট হরমনপ্রীত (৩৩)
১৭.৫ ওভারে ভারত ৪ উইকেটে ১১৫ রান। জয়ের জন্য দরকার ১৩ বলে ৪ রান।
শেষ আপডেট:
১৫ ফেব্রুয়ারি ২০২৩ ২১:২৪
১৬ ওভারে ভারত ১০৫/৩
ব্যাট করছেন হরমনপ্রীত (৩২) এবং রিচা (৩১)। জয়ের জন্য ভারতের দরকার ২৪ বলে ১৪ রান।
শেষ আপডেট:
১৫ ফেব্রুয়ারি ২০২৩ ২১:১৪
১৪ ওভারে ভারত ৯২/৩
ব্যাট করছেন হরমনপ্রীত (২৮) এবং রিচা (২২)। জয়ের জন্য ভারতের দরকার ৩৬ বলে ২৭ রান।
শেষ আপডেট:
১৫ ফেব্রুয়ারি ২০২৩ ২১:১১
১৩ ওভারে ভারত ৮৪/৩
ব্যাট করছেন হরমনপ্রীত (২১) এবং রিচা (২১)। জয়ের জন্য ভারতের দরকার ৪২ বলে ৩৫ রান।
শেষ আপডেট:
১৫ ফেব্রুয়ারি ২০২৩ ২১:০২
১১ ওভারে ভারত ৭০/৩
ব্যাট করছেন হরমনপ্রীত (১৫) এবং রিচা (১৩)। জয়ের জন্য ভারতের দরকার ৫৪ বলে ৪৯ রান।
শেষ আপডেট:
১৫ ফেব্রুয়ারি ২০২৩ ২০:৫৪
১০ ওভারে ভারত ৬৪/৩
ব্যাট করছেন হরমনপ্রীত (১৪) এবং রিচা (৯)। জয়ের জন্য ভারতের দরকার ৬০ বলে ৫৫ রান।
শেষ আপডেট:
১৫ ফেব্রুয়ারি ২০২৩ ২০:৫০
৯ ওভারে ভারত ৬০/৩
ব্যাট করছেন হরমনপ্রীত (১১) এবং রিচা (৮)। জয়ের জন্য ৬৬ বলে দরকার ৫৯ রান।
শেষ আপডেট:
১৫ ফেব্রুয়ারি ২০২৩ ২০:৩৮
আউট শেফালি (২৮)
৭.১ ওভারে ভারত ৪৩/৩। উইকেটে রয়েছেন হরমনপ্রীত (২)।
শেষ আপডেট:
১৫ ফেব্রুয়ারি ২০২৩ ২০:২৯
আউট জেমাইমা (১)
৫ ওভার শেষে ভারত ৩৫/২। শেফালি অপরাজিত রয়েছেন ২২ রানে। সঙ্গে রয়েছেন হরমনপ্রীত (শূন্য)।
শেষ আপডেট:
১৫ ফেব্রুয়ারি ২০২৩ ২০:২৩
আউট মন্ধানা (১০)
৩২ রানে প্রথম উইকেট হারাল ভারত। শেফালি অপরাজিত রয়েছেন ২০ রানে।
শেষ আপডেট:
১৫ ফেব্রুয়ারি ২০২৩ ২০:১৫
২ ওভারে ভারত ২৮/০
ব্যাট করছেন মন্ধানা (৯) এবং শেফালি (১৭)।
শেষ আপডেট:
১৫ ফেব্রুয়ারি ২০২৩ ২০:১১
১ ওভারে ভারত ১৪/০
ব্যাট করছেন মন্ধানা (শূন্য) এবং শেফালি (১২)।
শেষ আপডেট:
১৫ ফেব্রুয়ারি ২০২৩ ১৯:৫৬
২০ ওভারে ওয়েস্ট ইন্ডিজ় ১১৮/৬
জয়ের জন্য হরমনপ্রীতদের করতে হবে ১১৯ রান। ১৫ রান দিয়ে ৩ উইকেট নিলেন দীপ্তি।
শেষ আপডেট:
১৫ ফেব্রুয়ারি ২০২৩ ১৯:৫৪
তৃতীয় উইকেট নিলেন দীপ্তি
ওয়েস্ট ইন্ডিজ় ১৯.২ ওভারে ১১৫/৬
শেষ আপডেট:
১৫ ফেব্রুয়ারি ২০২৩ ১৯:৫২
১৯ ওভারে ওয়েস্ট ইন্ডিজ় ১১৪/৫
গজনবিকে (১৫) আউট করলেন রেণুকা।
শেষ আপডেট:
১৫ ফেব্রুয়ারি ২০২৩ ১৯:৪৭
১৮ ওভারে ওয়েস্ট ইন্ডিজ় ১০৭/৪
ব্যাট করছেন নেশন (১৫) এবং গজনবি (১২)।
শেষ আপডেট:
১৫ ফেব্রুয়ারি ২০২৩ ১৯:৩৮
১৬ ওভারে ওয়েস্ট ইন্ডিজ় ৮৮/৪
ব্যাট করছেন নেশন (৬) এবং গজনবি (৩)।
শেষ আপডেট:
১৫ ফেব্রুয়ারি ২০২৩ ১৯:৩২
ওয়েস্ট ইন্ডিজ়ের চতুর্থ উইকেটের পতন
১৪.২ ওভারে ওয়েস্ট ইন্ডিজ়ের রান ৭৯/৪
শেষ আপডেট:
১৫ ফেব্রুয়ারি ২০২৩ ১৯:২৯
ওয়েস্ট ইন্ডিজ়ের তৃতীয় উইকেটের পতন
দ্বিতীয় উইকেট নিলেন দীপ্তি শর্মা। টেলরকেও সাজঘরে ফেরালেন তিনি।
শেষ আপডেট:
১৫ ফেব্রুয়ারি ২০২৩ ১৯:২৭
ওয়েস্ট ইন্ডিজ়ের দ্বিতীয় উইকেটের পতন
উইকেট নিলেন দীপ্তি শর্মা। ক্যাম্পবেলকে সাজঘরে ফেরালেন তিনি।