টি-টোয়েন্টি বিশ্বকাপে দলের পারফরম্যান্সে খুশি হরমনপ্রীত। ফাইল ছবি।
টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম দুই ম্যাচ জিতে খুশি ভারতীয় দলের অধিনায়ক হরমনপ্রীত কৌর। জয়ের জন্য দীপ্তি শর্মা, রিচা ঘোষদের কৃতিত্ব দিয়েছেন তিনি। বিশ্বকাপে জয়ের ছন্দ ধরে রাখাই এখন প্রধান লক্ষ্য ভারত অধিনায়কের।
খেলার শেষে হরমনপ্রীতের মুখে ছিল স্বস্তির হাসি। তিনি বলেন, ‘‘মাঠে দারুণ একটা দিন কাটালাম আমরা। প্রত্যাশা মতো খেলতে পেরেছি আমরা। সব কিছুই এক দম নিখুঁত হয়েছে, তা নয়। যদিও সব মিলিয়ে আমাদের পারফরম্যান্স ভাল হয়েছে। বিশেষ করে দীপ্তি দারুণ বোলিং করল। আমাদের বোলিং কোচ ওকে সাহায্য করেছিলেন। কিছু পরামর্শ দিয়েছিলেন। সেই মতো বল করেই সাফল্য পেয়েছে দীপ্তি।’’
হরমনপ্রীত জানিয়েছেন, দলের বৈঠকে নির্দিষ্ট পরিকল্পনা তৈরি করেছিলেন তাঁরা। ভারতীয় দলের অধিনায়কের মুখে শোনা গিয়েছে বাংলার উইকেটরক্ষক-ব্যাটারের ইনিংসের প্রশংসা। তিনি বলেছেন, ‘‘রিচা আমাদের খুব গুরুত্বপূর্ণ সদস্য। ও এমন এক জন ক্রিকেটার যে সব সময় দলকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে। খুব বিপজ্জনক ব্যাটার। আগ্রাসী মেজাজে ব্যাট করে। মাঠে নেমে নিজেকে দুর্দান্ত ভাবে প্রয়োগ করতে পারে রিচা। এটা ওর সব থেকে বড় গুণ।’’
পর পর দু’ম্যাচ জয়ের পরেও কিছুটা সতর্ক হরমনপ্রীত। দলের সকলে আত্মবিশ্বাসী হলেও তিনি বলেছেন, ‘‘আজকের ফলাফলে খুশি আমরা। তবে পরের ম্যাচটা (শনিবার ইংল্যান্ডের বিরুদ্ধে) আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। জয়ের ছন্দ সেই ম্যাচেও ধরে রাখতে হবে। এখন এটাই আমাদের দলের লক্ষ্য।’’