মহম্মদ নবি। ছবি: সংগৃহীত।
টি-টোয়েন্টি বিশ্বকাপে ভাল ফলই আফগানিস্তানের মানুষের মুখে হাসি ফোটাতে পারে। স্কটল্যান্ডের বিরুদ্ধে ম্যাচের আগে সাংবাদিক বৈঠকে জানিয়ে দিলেন অধিনায়ক মহম্মদ নবি।
গত অগস্টে তালিবানি অভ্যুত্থানের পর থেকেই পরিস্থিতি বদলে গিয়েছে আফগানিস্তানের। টি-টোয়েন্টি বিশ্বকাপে নবিদের খেলা নিয়েই সংশয় তৈরি হয়ে গিয়েছিল। আজ, সোমবার তাদের প্রতিপক্ষ স্কটল্যান্ড। ম্যাচের আগে সাংবাদিক বৈঠকে আফগানিস্তান অধিনায়ক বলেছেন, ‘‘গত কয়েক মাস ধরে আমাদের দেশে কী ঘটে চলেছে তা কারও অজানা নয়। এই অস্থিরতার মধ্যেও প্রত্যেকে তৈরি বিশ্বকাপের জন্য।’’ যোগ করেছেন, ‘‘এই মুহূর্তে একমাত্র ক্রিকেটই হাসি ফোটাতে পারে আফগানিস্তানের মানুষের মুখে। আমরা যদি ভাল খেলি এবং ম্যাচ জিতি, তা হলে সকলেই দারুণ খুশি হবেন।’’
রশিদ খান ও মুজিব উর রহমানের সঙ্গে নবিও আফগানিস্তানের স্পিন আক্রমণের অন্যতম ভরসা। তিনি বলেছেন, ‘‘দুবাইয়ে পা রাখার পরে আমাদের কিছু সমস্যা হয়েছিল। যদিও তা খুব একটা বড় নয়। অনুশীলনের পাশাপাশি দু’টি প্রস্তুতি ম্যাচ খেলে আমরা তৈরি।’’ নবি জানিয়েছেন, দল হিসেবে খেলাটাই মূল লক্ষ্য। বলেছেন, ‘‘শেষ মুহূর্তে আমাকে অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়। চেষ্টা করব, নিজেকে উজাড় করে দিতে।’’ যোগ করেছেন, ‘‘আমাদের লক্ষ্য দলগত ভাবে খেলা। গত দেড় সপ্তাহ ধরে আমরা সাধ্যমতো চেষ্টা করছি। কয়েক বছর ধরেই আমরা একে অপরকে খুব ভাল করে চিনি।’’
সংযুক্ত আরব আমিরশাহিতে খেলার অভিজ্ঞতা যে তাঁদের বাড়তি সুবিধা দেবে, তা গোপন করেননি নবি। বলেছেন, ‘‘আমিরশাহিতে আমরা প্রচুর ক্রিকেট খেলেছি। তাই এখানকার পরিবেশ সম্পর্কে ওয়াকিবহাল। ক্রিকেটাররা সকলেই জানে এখানে কী ভাবে খেলতে হয়। আশা করছি, মাঠে নেমে সেরাটাই দেব।’’
আফগানিস্তান সরাসরি সুপার ১২-তে খেলার ছাড়পত্র পেলেও নামিবিয়া ও স্কটল্যান্ড যোগ্যতা অর্জন পর্ব থেকে উঠেছে। নবি বলছেন, ‘‘যোগ্যতা অর্জন পর্ব একেবারেই সহজ নয়। অধিকাংশ ক্ষেত্রেই আমাদের সেই কঠিন লড়াই করে পরের পর্বে যোগ্যতা অর্জন করতে হয়েছে। এই কারণেই আমি দারুণ খুশি নামিবিয়া ও স্কটল্যান্ডের সাফল্যে। ওরা দারুণ খেলে আমাদের গ্রুপেই যোগ্যতা অর্জন করেছে।’’