মিচেল স্টার্ক। ছবি: পিটিআই।
মঙ্গলবার দুবাইয়ে আইপিএলের নিলামে ঝড় তুলে দিয়েছেন দুই অস্ট্রেলীয়। একজন মিচেল স্টার্ক। অপরজন প্যাট কামিন্স। প্রথমে বিশ্বজয়ী অধিনায়ক কামিন্স ২০.৫০ কোটি টাকায় যান হায়দরাবাদে। তার এক ঘণ্টার মধ্যে স্টার্ককে ২৪ কোটি ৭৫ লাখে কেনে কলকাতা। দুই ক্রিকেটারই যদি আইপিএলের সব ম্যাচ খেলেন, তা হলে প্রতি বল পিছু কত টাকা পাবেন?
যদি কামিন্স হায়দরাবাদের হয়ে প্রতিটি ম্যাচে খেলেন এবং প্রতিটি ম্যাচেই চার ওভার, অর্থাৎ ২৪টি করে বল করেন, তা হলেও প্রতি বল পিছু তিনি যে টাকা পাবেন তা চমকে দেওয়ার মতো। অঙ্ক বলছে, প্রতি বলে ৬.১ লক্ষ টাকা উপার্জন করবেন কামিন্স। অতীতে দিল্লি ক্যাপিটালস এবং কলকাতার হয়ে খেলেছেন কামিন্স। ৪২টি ম্যাচে ৪৫টি উইকেট রয়েছে তাঁর। তবে ব্যাট হাতে কলকাতার হয়ে যুগ্ম ভাবে দ্বিতীয় দ্রুততম অর্ধশতরানের নজির রয়েছে তাঁর। ২০২২ সালে পুণে-তে মুম্বইয়ের বিরুদ্ধে ১৪ বলে অর্ধশতরান করেছিলেন।
কলকাতা যে এ ভাবে শেষ পর্যন্ত স্টার্কের জন্য ঝাঁপাবে এটা অনেকেই ভাবতে পারেননি। প্রথম দিকে দিল্লি এবং মুম্বইয়ের লড়াইয়ের পর গুজরাত এবং কলকাতা যোগ দেয়। শেষ পর্যন্ত শাহরুখ খানের দলের ভাগ্যে চলে আসেন স্টার্ক। যদি আইপিএলে প্রতিটি ম্যাচে চার ওভার করেই বল করেন স্টার্ক, তা হলে বল পিছু ৭ লক্ষ ৩৬ হাজার ৬০৭ টাকা করে পাবেন তিনি। ৯ বছর পর আইপিএলে খেলতে নামবেন তিনি। শেষ বার ২০১৫ সালে খেলেছিলেন বেঙ্গালুরুর হয়ে।