Mithali Raj

India Women’s Cricket: মিতালির অবসরের দু’ঘণ্টার মধ্যে নতুন অধিনায়কের নাম জানিয়ে দিল ভারতীয় বোর্ড

ক্রিকেট থেকে অবসর মিতালি রাজের। নতুন অধিনায়কের নাম জানিয়ে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৮ জুন ২০২২ ১৮:৩২
Share:

মিতালি রাজ। ফাইল চিত্র

মিতালি রাজ ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর আর একটুও অপেক্ষা করল না ভারতীয় ক্রিকেট বোর্ড। দু’ঘণ্টার মধ্য জানিয়ে দেওয়া হল ভারতের মহিলা ক্রিকেটের নতুন অধিনায়কের নাম। হরমনপ্রীত কৌর দেশকে নেতৃত্ব দেবেন। হরমনপ্রীতই যে ভারতের নতুন অধিনায়ক হবেন, সেটা এক রকম প্রত্যাশিতই ছিল। সহ-অধিনায়ক করা হয়েছে স্মৃতি মন্ধনাকে। বিশ্বকাপের পরে এই প্রথম ভারতের মহিলা ক্রিকেট দল মাঠে নামছে।

Advertisement

শ্রীলঙ্কায় তিনটি করে টি-টোয়েন্টি এবং এক দিনের ম্যাচ খেলবে ভারত। টি-টোয়েন্টি ম্যাচগুলি হবে ডাম্বুলায়, এক দিনের ম্যাচগুলি হবে ক্যান্ডিতে।

এক দিনের দল: হরমনপ্রীত কৌর (অধিনায়ক), স্মৃতি মন্ধনা (সহ-অধিনায়ক), শেফালি বর্মা, যস্টিকা ভাটিয়া, এস মেঘনা, দীপ্তি শর্মা, পুনম যাদব, রাজেশ্বরী গায়কোয়াড়, সিমরন বাহাদুর, রিচা ঘোষ (উইকটরক্ষক), পূজা বস্ত্রকার, মেঘনা সিংহ, রেণুকা সিংহ, তানিয়া ভাটিয়া (উইকেটরক্ষক), হরলীন দেওয়ল।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement