ঝুলন গোস্বামী রয়েছেন বোলারদের ক্রমতালিকার ষষ্ঠ স্থানে। ফাইল ছবি।
আইসিসির মহিলাদের এক দিনের ক্রিকেটের ব্যাটারদের ক্রমতালিকায় এগোলেন হরমনপ্রীত কৌর, স্মৃতি মন্ধানারা। শ্রীলঙ্কার বিরুদ্ধে দুরন্ত পারফরম্যান্সের সুবাদেই আইসিসি ক্রমতালিকায় এগোলেন ভারতীয় ব্যাটাররা। শ্রীলঙ্কা সিরিজে না খেলেও বোলারদের ক্রমতালিকায় ষষ্ঠ স্থান ধরে রেখেছেন ঝুলন গোস্বামী।
মহিলাদের এক দিনের ক্রিকেটে ব্যাটারদের ক্রমতালিকায় হরমনপ্রীত এক ধাপ এগিয়ে উঠে এসেছেন ১৩ নম্বরে। তালিকায় নবম স্থানে উঠে এসেছেন মন্ধানা। ভারতীয় দলের অধিনায়ক হরমনপ্রীত শ্রীলঙ্কার বিরুদ্ধে এক দিনের সিরিজে ৫৯.৫০ গড়ে করেছেন ১১৯ রান। অন্য দিকে মন্ধানা ৫২ গড়ে করেছেন ১০৪ রান।
অধিনায়ক, সহ-অধিনায়ক ছাড়া ভারতীয় দলের আরও কয়েক জন সদস্য আইসিসি ক্রমতালিকায় এগিয়েছেন। শেফালি বর্মা তিন ধাপ এগিয়ে ৩৩ নম্বরে এবং যষ্টিকা ভাটিয়া এক ধাপ উঠে ৪৫ নম্বরে রয়েছেন। অলরাউন্ডারদের ক্রমতালিকায় ভারতের পূজা বস্ত্রকার আট ধাপ এগিয়ে ৫৩তম স্থানে উঠে এসেছেন।
শ্রীলঙ্কা সফরে ঝুলন গোস্বামীকে বিশ্রাম দিয়েছিলেন নির্বাচকরা। তাও বাংলার অভিজ্ঞ জোরে বোলার আইসিসির বোলারদের ক্রমতালিকায় নিজের ষষ্ঠ স্থান ধরে রেখেছেন। ভারতের অন্য বোলাররাও ক্রমতালিকায় এগিয়েছেন। রাজেশ্বরী গায়কোয়াড় তিন ধাপ এগিয়ে নবম স্থানে রয়েছেন। মেঘনা সিংহ চার ধাপ এগিয়ে ৪৩তম এবং বস্ত্রকার দু’ধাপ এগিয়ে ৪৮তম স্থানে রয়েছেন।