Mithali Raj

Mithali Raj: অবসর নেওয়ার ১৬ দিনের মাথায় মুকুট থেকে পালক খসল মিতালির

মিতালি অবসর নেওয়ার ১৬ দিন পরেই একটি রেকর্ড হাতছাড়া হল তাঁর। মহিলাদের টি-টোয়েন্টি ক্রিকেটে ভারতের সর্বোচ্চ রান সংগ্রাহক হলেন হরমনপ্রীত।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ২৬ জুন ২০২২ ১৩:১৩
Share:

মিতালিকে টপকে গেলেন হরমনপ্রীত। ফাইল ছবি।

মিতালি রাজকে টপকে গেলেন হরমনপ্রীত কাউর। টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে হরমনপ্রীত হলেন ভারতের সর্বোচ্চ রান শিকারি। শনিবার শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে অপরাজিত ৩১ রানের ইনিংস খেলে শীর্ষে উঠে এলেন হরমনপ্রীত।

Advertisement

ভারতের মহিলা দলের প্রাক্তন অধিনায়ক মিতালি টি-টোয়েন্টি আন্তর্জাতিকে করেছেন ২৩৬৪ রান। হরমনপ্রীতের রান এখন ২৩৭২। সম্প্রতি মিতালি ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। ফলে তাঁর পক্ষে আর ভারতীয় মহিলা দলের বর্তমান অধিনায়ককে টপকে যাওয়া সম্ভব নয়।

১২৩টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলে মোট রানের ক্ষেত্রে ভারতীয় মহিলা ব্যাটারদের মধ্যে শীর্ষে উঠে এলেন হরমনপ্রীত। তিনিই ভারতের একমাত্র মহিলা ব্যাটার যাঁর টি-টোয়েন্টি আন্তর্জাতিকে শতরান রয়েছে। ২০১৮ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিরুদ্ধে শতরান করেন তিনি। উল্লেখ্য, ২০০৯ সালে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে অভিষেক হয় হরমনপ্রীতের।

Advertisement

এই তালিকায় ভারতের তৃতীয় মহিলা ব্যাটার হলেন স্মৃতি মান্ধানা। তাঁর এখনও পর্যন্ত সংগ্রহ ২০১১ রান। চতুর্থ স্থানে থাকা জেমাইমা রডরিগেজ আন্তর্জাতিক ২০ ওভারের ক্রিকেটে করেছেন ১০৯৪ রান।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement