হ্যারিস রউফ। ছবি: পিটিআই।
দক্ষিণ কলকাতার এক হাসপাতালে সোমবার পাঁজরের এমআরআই করতে গিয়েছিলেন পাক ক্রিকেটার হ্যারিস রউফ। নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে ম্যাচের দিনই পাঁজরে চোট পেয়েছিলেন পাক পেসার। মাঠ ছেড়ে বেরিয়েও গিয়েছিলেন তিনি। কলকাতায় ফিরে সেই চোটের পরীক্ষা করতে যান তিনি। পাকিস্তানের শেষ চারে যাওয়ার আশা এখনও শেষ হয়নি। ফলে এখন রউফের সুস্থ থাকা সবচেয়ে বেশি জরুরি।
রউফ যদিও রিপোর্ট এখনও হাতে পাননি, তবে দলের সকলে মনে করছেন তাঁর চোট গুরুতর নয়। হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করাতে গিয়েছিলেন ফখর জ়মান, জ়মান খান, মহম্মদ ওয়াসিমও। এ দিকে, স্ত্রী ও কন্যাকে নিয়ে দক্ষিণ কলকাতার একটি জনপ্রিয় শপিং মলে যান হাসান আলি। দেশে ফেরার আগে কলকাতা থেকে জামাকাপড় কিনে ফিরতে চান
পাক পেসার।
রবিবার বিকেলেই কলকাতায় চলে আসে পাকিস্তান ক্রিকেট দল। বিরাটের ইনিংস বাবর আজ়মরা দেখতে পাননি। কিন্তু রবীন্দ্র জাডেজার সাফল্য একসঙ্গেই বসে দেখেন তাঁরা। এ দিন টিম হোটেলের সুইমিং পুলে স্নান করতে করতে পাশে টাঙানো জায়েন্ট স্ক্রিনে শ্রীলঙ্কা-বাংলাদেশ ম্যাচ দেখছিলেন মহম্মদ রিজ়ওয়ান ও ইফতিখার আহমেদ। খেলা দেখতে দেখতে দু’জনে আলোচনাও করছিলেন। ৯ নভেম্বর শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচ নিউ জ়িল্যান্ডের। সেই ম্যাচে যদি অ্যাঞ্জেলো ম্যাথুজরা হারিয়ে দেন ট্রেন্ট বোল্টদের, তা হলে ১১ নভেম্বর ইডেনে ইংল্যান্ডের বিরুদ্ধে কার্যত কোয়ার্টার ফাইনাল খেলতে নামবেন বাবর আজ়মরা। সেই ম্যাচ জিতলেই ইডেনে শেষ চারে দেখা হবে ভারত-পাকিস্তানের।
কলকাতার ক্রিকেটপ্রেমীরা এই ম্যাচের সাক্ষী হয়ে থাকতে চান। ভাগ্য এ বার বাবরকে সঙ্গ দেয় কি না, সেটাই দেখার।