গুজরাত দলে হার্দিক এলেন ছেলেকে নিয়ে। ছবি: গুজরাত টাইটান্স
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এক দিনের সিরিজ়ে হারের পর এ বার জার্সি বদল হার্দিক পাণ্ড্যর। আইপিএলের বিশ্বে ঢুকে পড়লেন তিনি। অনুশীলনে নেমে পড়লেন বিরাট কোহলিও। ভারতীয় দলের ক্রিকেটাররা ধীরে ধীরে আইপিএল দলগুলিতে যোগ দিচ্ছেন।
গুজরাত দলে হার্দিক এলেন ছেলেকে নিয়ে। কালো গেঞ্জি, চশমা পরে হার্দিক রয়েছেন নিজের মেজাজেই। ছেলে অগস্ত্যকে কোলে নিয়ে ঢুকলেন গুজরাতের হোটেলে। ছেলের মাথায় পাগড়ি। গত বছর হার্দিকের নেতৃত্বেই আইপিএল জিতেছিল গুজরাত। এ বার তাঁর উপর দায়িত্ব থাকবে সেই মুকুট ধরে রাখার। চোট সারিয়ে ফিরে হার্দিক নতুন ভাবে নিজেকে প্রমাণ করেছিলেন। আইপিএলে ভাল খেলেই নজর কেড়েছিলেন তিনি। ভারতীয় দলেও ফিরে আসেন। রোহিত শর্মার অবর্তমানে টি-টোয়েন্টি দলকে নেতৃত্ব দেন তিনিই। আগামী দিনে সাদা বলের ক্রিকেটে তাঁকে অধিনায়ক করা হতে পারে বলেও মনে করা হচ্ছে।
বিরাট আগেই বেঙ্গালুরু গিয়েছেন। রবিবার নেমে পড়লেন অনুশীলনে। পুরো দল নিয়ে অনুশীলন করছে বলে জানিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। গ্লেন ম্যাক্সওয়েলের সঙ্গে বিরাটকে দেখা গিয়েছে। দীনেশ কার্তিকও রয়েছেন।
কলকাতা নাইট রাইডার্সও বেশ কিছু দিন ধরে ইডেনে অনুশীলন করছে। শনিবার তারা নিজেদের মধ্যে ম্যাচ খেলেছে। রবিবার যদিও ক্রিকেটাররা জিমেই সময় কাটিয়েছেন। কলকাতা দলে নতুন অধিনায়ক বেছে নেওয়া নিয়ে আলোচনা চলছে। শ্রেয়স আয়ার খেলতে পারবেন না। তাঁর অস্ত্রোপচার হবে। সেই জায়গায় আন্দ্রে রাসেলকে দায়িত্ব দেওয়া হতে পারে বলে মনে করছেন অনেকে। সেই সঙ্গে সুনীল নারাইন, নীতীশ রানাকেও দৌড়ে রাখা হচ্ছে। যদিও শেষ পর্যন্ত কে অধিনায়ক হবেন তা এখনও স্পষ্ট নয়। রবিবার রাতে কলকাতা আসবেন টিম সাউদি। লকি ফার্গুসনের চোট রয়েছে। তিনি আসবেন কি না তা স্পষ্ট নয়।