হার্দিক পাণ্ড্য। ছবি: পিটিআই।
রবিবার ইডেনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলতে নামার আগের দিন বড় ধাক্কা খেলেন রোহিত শর্মারা। পুরো বিশ্বকাপ থেকেই ছিটকে গেলেন হার্দিক পাণ্ড্য। বাংলাদেশের বিরুদ্ধে বল করার সময় চোট পেয়েছিলেন তিনি। সেই চোট এতটাই বড় যে, এই বিশ্বকাপে আর খেলতে পারবেন না হার্দিক।
হার্দিককে ছাড়া ভারত যদিও তিনটি ম্যাচ খেলে ফেলেছে। সেই তিন ম্যাচে দাপটের সঙ্গেই জিতেছে ভারত। হার্দিক খেলতে না পারায় প্রথম একাদশে সুযোগ পান মহম্মদ শামি। তিনি এই তিন ম্যাচে ১৪টি উইকেট পেয়েছেন।
বাংলাদেশ ম্যাচের নবম ওভারে বল করার সময় চোট পেয়েছিলেন হার্দিক। তাঁর বলে স্ট্রেট ড্রাইভ মেরেছিলেন লিটন দাস। সেই বল পা দিয়ে আটকাতে গিয়ে পড়ে গিয়েছিলেন হার্দিক। তাঁর পায়ের উপর পুরো শরীরের ওজন পড়ে গিয়েছিল। তাতেই চোট লাগে ভারতীয় অলরাউন্ডারের। সেই ম্যাচে আর বল করতে পারেননি তিনি। সেই সময় ওভারের তিনটি বল বাকি ছিল। বিরাট ওই তিনটি বল করেছিলেন।
২০১৮ সালে এশিয়া কাপ খেলতে গিয়ে চোট পেয়েছিলেন হার্দিক। সে বার পিঠে চোট পেয়েছিলেন তিনি। সেই চোট সারিয়ে মাঠে ফিরতে বেশ কিছু বছর লেগেছিল হার্দিকের। আইপিএলে গত বছর ফিরেছিলেন তিনি। তখন থেকেই ব্যাটিং এবং বোলিং দু'টি সমান ভাবে করছিলেন। এ বার পায়ে চোট পেয়েছেন হার্দিক। পা মচকে গিয়েছে তাঁর। যার জন্য বিশ্বকাপ থেকেই ছিটকে গেলেন হার্দিক।