Rohit Sharma

৫০ ওভারেও নতুন অধিনায়ক চায় বোর্ড! রোহিত চ্যাম্পিয়ন্স ট্রফিতেও নেই? আগামী সপ্তাহে দল নির্বাচন

চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতীয় দলকে নেতৃত্ব না-ও দিতে পারেন রোহিত। নতুন অধিনায়ক বেছে নেওয়া হতে পারে এক দিনের ক্রিকেটের জন্য। আগামী সপ্তাহে চ্যাম্পিয়ন্স ট্রফির দল নির্বাচন করতে পারেন আগরকরেরা।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৩ জানুয়ারি ২০২৫ ১৫:৩৪
Share:

রোহিত শর্মা। —ফাইল চিত্র।

আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেট থেকে আগেই অবসর নিয়েছেন রোহিত শর্মা। অস্ট্রেলিয়া সফরেই সম্ভবত তাঁর টেস্টজীবনও শেষ হয়ে যাবে। শোনা যাচ্ছে এই পরিস্থিতিতে এক দিনের ক্রিকেটের জন্যও নতুন অধিনায়কের খোঁজ শুরু করে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। মনে করা হচ্ছে, অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করে দিতে পারেন রোহিত। তেমন হলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে নতুন অধিনায়কের নেতৃত্বে খেলতে হবে ভারতীয় দলকে।

Advertisement

টি-টোয়েন্টি ক্রিকেটে এখন অধিনায়ক সূর্যকুমার যাদব। টেস্ট দলের নেতৃত্ব জসপ্রীত বুমরাহের হাতেই সম্ভবত থাকবে আপাতত। তিনি অস্ট্রেলিয়ায় গিয়েছেন সহ-অধিনায়ক হিসাবে। এক দিনের ক্রিকেটের জন্য অন্য কাউকে অধিনায়ক করা হতে পারে। বিসিসিআই কর্তাদের প্রাথমিক তালিকায় রয়েছে তিনটি নাম। টি-টোয়েন্টি অধিনায়ক সূর্যকুমারের সঙ্গে ভাবনায় আছেন শুভমন গিল এবং হার্দিক পাণ্ড্য। সূর্যকুমারের বয়স এখন ৩৪। হার্দিকের ৩১। ভারতীয় দলকে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা রয়েছে হার্দিকের। শুভমন শুধু এক বছর আইপিএলে গুজরাত টাইটান্সকে নেতৃত্ব দিয়েছেন। বয়স কম হলেও নেতৃত্বের অভিজ্ঞতায় পিছিয়ে রয়েছেন তিনি। বয়স এবং অভিজ্ঞতা মিলিয়ে তাই হার্দিকই এগিয়ে রয়েছেন এক দিনের দলের অধিনায়ক হওয়ার দৌড়ে। রোহিত দেশে ফিরে অবসর নিলে, আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে হার্দিককে দেখা যেতে পারে অধিনায়ক হিসাবে।

বিসিসিআইয়ের এক কর্তা বলেছেন, ‘‘চাপের পরিস্থিতিতে নেতৃত্ব দেওয়ার দক্ষতা রয়েছে হার্দিকের। অধিনায়ক হিসাবে অভিজ্ঞ এবং দক্ষ অলরাউন্ডার। চ্যাম্পিয়ন্স ট্রফির মতো বড় প্রতিযোগিতায় হার্দিককে অধিনায়ক করা যেতেই পারে।’’ তিনি আরও বলেছেন, ‘‘শুভমনও অধিনায়ক হতে পারে। তবে ওকে আরও পরিণত এবং অভিজ্ঞ হতে হবে। সূর্যকুমারও ভাবনায় রয়েছে। কিন্তু এক দিনের ক্রিকেটে ওর পারফরম্যান্স খুব ভাল নয়। রোহিতকে না পাওয়া গেলে ভারতীয় দলকে নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে হার্দিকই যথাযথ বিকল্প হতে পারে। তাতে দলের ভারসাম্যও ভাল হবে।’’ বোর্ডের ওই কর্তা বুঝিয়ে দিয়েছেন, এক দিনের ক্রিকেটের ক্ষেত্রে সূর্যকুমারের উপর তাঁদের আস্থা নেই। শুভমনকে ভাবা হচ্ছে ভবিষ্যতের অধিনায়ক হিসাবে। সূর্যকুমার বা হার্দিক টেস্ট দলের অংশ না হওয়ায় বুমরাহই স্থায়ী দায়িত্ব পেতে পারেন।

Advertisement

বিসিসিআই সূত্রে খবর, চ্যাম্পিয়ন্স ট্রফির দল নির্বাচন হবে জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) নির্দেশ অনুযায়ী, ১২ জানুয়ারির মধ্যে দল ঘোষণা করতে হবে অংশগ্রহণকারী দেশগুলিকে। সেই মতো ১১ জানুয়ারি ভারতীয় দল ঘোষণা করতে পারেন অজিত আগরকরেরা। তার আগে রোহিতের মতামত জেনে নেবেন বিসিসিআই কর্তারা। বোর্ড সূত্রে খবর, রোহিতকে অবসর নেওয়ার জন্য কোনও চাপ দেওয়া হবে না। তবে তিনি নিজে অবসর নিতে চাইলে আটকানোর চেষ্টা করা হবে না। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মেলবোর্ন টেস্টের পর কোচ গৌতম গম্ভীরের সঙ্গে রোহিতের সম্পর্কের অবনতি হয়েছে। সিডনি টেস্টের দলে জায়গা হয়নি অধিনায়কের। তাঁকে খেলানোর জন্য বোর্ডের অনুরোধও মানেননি গম্ভীর। সব মিলিয়ে রোহিতের ক্রিকেট ভবিষ্যৎ নিয়ে জল্পনা তৈরি হয়েছে। তাই পরবর্তী অধিনায়ক নিয়ে ভাবনা-চিন্তা শুরু হয়ে গিয়েছে বোর্ডের অন্দরে।

চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হবে ১৯ ফেব্রুয়ারি থেকে। ভারতের প্রথম ম্যাচ ২০ ফেব্রুয়ারি বাংলাদেশের বিরুদ্ধে। প্রতিযোগিতার মূল আয়োজক পাকিস্তান হলেও, ভারতীয় দল খেলবে দুবাইয়ে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement