Controversy in PSL

পাকিস্তান লিগে নতুন অশান্তি, পাক বোলারের বিরুদ্ধে বল ছোড়ার অভিযোগ বিদেশি ব্যাটারের

পাকিস্তান সুপার লিগে অশান্তি। পাকিস্তানের স্পিনার ইফতিখার আহমেদের বিরুদ্ধে বল ছোড়ার অভিযোগ করেন কলিন মুনরো। মাঠেই শুরু হয় ঝগড়া। তাতে জড়িয়ে পড়েন মহম্মদ রিজ়ওয়ানও।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৪ এপ্রিল ২০২৫ ১৬:৩৭
Share:
cricket

মাঠে ঝামেলার সেই মুহূর্ত। ছবি: সমাজমাধ্যম।

একের পর এক ঘটনা ঘটছে পাকিস্তান সুপার লিগে। মঙ্গলবার উল্লাস করতে গিয়ে নিজের দলের ক্রিকেটারের কপালেই আঘাত করে বসেছিলেন পাকিস্তানের এক পেসার। আর এ বার অশান্তি হল ম্যাচের মধ্যে। পাকিস্তানের স্পিনার ইফতিখার আহমেদের বিরুদ্ধে বল ছোড়ার অভিযোগ করেন নিউ জ়িল্যান্ডের ব্যাটার কলিন মুনরো। মাঠেই শুরু হয় ঝগড়া। তাতে জড়িয়ে পড়েন মহম্মদ রিজ়ওয়ানও।

Advertisement

মুলতান সুলতান বনাম ইসলামাবাদ ইউনাইটেডের খেলা চলছিল। প্রথমে ব্যাট করে ১৬৮ রান করে মুলতান। ইসলামাবাদের ইনিংসে দশম ওভারে বল করছিলেন ইফতিখার। মুনরোকে একটি ইয়র্কার করেন তিনি। মুনরো বলটি ডিফেন্ড করেন। তার পরে সরাসরি ইফতিখারের দিকে তাকিয়ে হাতের ইশারায় তিনি বোঝান, বল ছুড়ছেন ইফতিখার। বেশ কয়েক বার হাতের ইশারায় সেটি বোঝান তিনি।

ইফতিখার বিষয়টি ভাল ভাবে নেননি। তিনি সরাসরি লেগ আম্পায়ারের দিকে এগিয়ে যান। মুনরোর বিরুদ্ধে কিছু একটা বলছিলেন তিনি। লেগ আম্পায়ার ইফতিখারকে বোঝানোর চেষ্টা করছিলেন। তত ক্ষণে সেখানে চলে আসেন মুলতানের অধিনায়ক রিজ়ওয়ান। তিনি সোজা মুনরোর দিকে এগিয়ে যান। দু’জনের মধ্যে কথা কাটাকাটি হয়। পরিস্থিতি সামলাতে দুই আম্পায়ারকে মধ্যস্থতা করতে হয়। কিছু ক্ষণ খেলা বন্ধ থাকে।

Advertisement

ক্রিকেটের নিয়মে বল ছোড়া বেআইনি। বল করার সময় যদি কোনও বোলারের কনুই ১৫ ডিগ্রির বেশি ভাঙে তা হলে বলা হয় সেই বোলার বল ছুড়ছেন। এই অভিযোগ প্রমাণিত হলে বোলারকে নির্বাসনের শাস্তিও দেওয়া হয়। সেই কারণেই মুনরোর অভিযোগে মেজাজ হারান ইফতিখার। পরের ওভারেই অবশ্য আউট হয়ে যান মুনরো। মাইকেল ব্রেসওয়েলের বলে তাঁর ক্যাচ ধরেন সেই ইফতিখার।

ম্যাচ জিততে অবশ্য সমস্যা হয়নি ইসলামাবাদের। ১৭ বল বাকি থাকতে সাত উইকেটে জেতেন তাঁরা। মুনরো করেন ২৮ বলে ৪৫ রান। ওপেনার আন্দ্রিজ় গৌস করেন ৪৫ বলে ৮০ রান। যদিও খেলার ফলের থেকে ম্যাচের মাঝে অশান্তি নিয়েই বেশি আলোচনা চলছে। এই ঘটনার ভিডিয়োও ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement