শুভমন গিল। —ফাইল চিত্র।
হার্দিক পাণ্ড্য গুজরাত টাইটান্স ছেড়ে পুরনো দল মুম্বই ইন্ডিয়ান্সে যোগ দেওয়ায় অধিনায়ক করা হয়েছে শুভমন গিলকে। অধিনায়ক হওয়ার পরে শুভমনের মুখে বাংলার দুই ক্রিকেটারের নাম। তাঁদের উপরে ভরসা রেখেই আইপিএল জিততে চান তরুণ অধিনায়ক। অধিনায়ক হওয়ার দু’দিন পর নিজের অভিজ্ঞতা জানালেন শুভমন।
ভারতীয় ক্রিকেটের নতুন মুখ হিসাবে দেখা হয় শুভমনকে। মনে করা হয় বিরাট অবসর নিলে তাঁর জায়গা নেবেন তিনি। ২৪ বছরের তরুণ ব্যাটার প্রথম বার আইপিএলে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব পেলেন। শুভমন বলেন, “আমার দলে একাধিক অভিজ্ঞ ক্রিকেটার রয়েছেন। মহম্মদ শামি, ঋদ্ধিমান সাহার মতো ক্রিকেটারেরা দলে রয়েছেন। দলে এমন ক্রিকেটার রয়েছেন যাঁরা নেতৃত্ব দিতে পারেন, যেমন রশিদ খান, ডেভিড মিলার, কেন উইলিয়ামসন। সেটা আমার জন্য খুব ভাল একটা দিক।” শামি এবং ঋদ্ধি দু’জনেই দীর্ঘ দিন বাংলার হয়ে খেলেছেন। বর্তমানে ঋদ্ধি ত্রিপুরার হয়ে ঘরোয়া ক্রিকেট খেলেন।
আইপিএল খেলার স্বপ্ন ছোটবেলা থেকেই দেখতেন শুভমন। তিনি বলেন, “আমি সাত বা আট বছরের বাচ্চা ছিলাম, যখন আইপিএল শুরু হয়। সেই সময় ক্রিকেটার হতে চাওয়া যে কোনও বাচ্চার স্বপ্ন ছিল আইপিএল খেলা। আমি সেখানে আইপিএলে একটা দলের অধিনায়ক হয়েছি। স্বপ্নের মতো মনে হচ্ছে। প্রথম ম্যাচ খেলতে না নামা পর্যন্ত বিশ্বাস হবে না যে, আমি অধিনায়ক।”
শুভমন জানেন নেতৃত্ব মানে তাঁর উপর অনেক বড় দায়িত্ব। তিনি বলেন, “অধিনায়ক হওয়া মানে তাঁর উপর অনেক কিছু নির্ভর করে। সব থেকে বড় হচ্ছে দায়িত্ব। সেই সঙ্গে প্রয়োজন শৃঙ্খলা। পরিশ্রম এবং বিশ্বাস প্রয়োজন। আমি যে সব অধিনায়কের হয়ে খেলেছি, তাঁদের থেকেই এই সব কিছু শিখেছি। সেই শিক্ষা আমার এই আইপিএলে কাজে লাগবে।”
হার্দিকের গুজরাত ছেড়ে যাওয়া নিয়ে জল্পনা তৈরি হয়েছিল। রবিবার পর্যন্ত তাঁকে দলে রেখে দেওয়ার কথাই জানিয়েছিল গুজরাত। কিন্তু সোমবার মুম্বই এবং গুজরাত একই সময় জানায় যে হার্দিক গুজরাত ছেড়ে মুম্বই যাচ্ছেন। সেই সঙ্গে গুজরাত জানায় যে, আগামী আইপিএলে তাদের অধিনায়ক শুভমন।