Shubman Gill

আইপিএলে আবার শতরান হাতছাড়া শুভমনের, কোহলির পাশে নাম লেখালেন গিল

আইপিএলে ভারতীয় ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি বার ৯০ রানের ঘরে আউট হয়েছেন রুতুরাজ। তিন বার শতরান হাতছাড়া হয়েছে তাঁর। তালিকায় দ্বিতীয় স্থানে ছিলেন কোহলি এবং লোকেশ রাহুল।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২২ এপ্রিল ২০২৫ ১৭:৩৪
Share:
Shubman Gill

শুভমন গিল। —ফাইল চিত্র।

আরও এক বার শতরানের কাছে এসেও আউট শুভমন গিল। এর আগেও ৯০ রানের ঘরে আউট হয়েছেন তিনি। আইপিএলে ৯০ রানের ঘরে আউট হওয়ার রেকর্ড রয়েছে রুতুরাজ গায়কোয়াড়দের। পিছিয়ে নেই শুভমন, বিরাট কোহলিরাও।

Advertisement

আইপিএলে ভারতীয় ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি বার ৯০ রানের ঘরে আউট হয়েছেন রুতুরাজ। তিন বার শতরান হাতছাড়া হয়েছে তাঁর। তালিকায় দ্বিতীয় স্থানে ছিলেন কোহলি এবং লোকেশ রাহুল। তাঁরা দু’জনেই দু’বার করে ৯০ রানের ঘরে আউট হয়েছিলেন। সেই তালিকায় এ বার নাম লেখালেন শুভমনও।

বিদেশিদের মধ্যে তিন বার ৯০ রান করে আউট হয়েছেন গ্লেন ম্যাক্সওয়েল এবং ডেভিড ওয়ার্নার। দু’বার ৯০ রানের ঘরে আউট হয়েছিলেন ক্রিস গেল এবং ফ্যাফ ডু’প্লেসি।

Advertisement

২০২২ সালে পঞ্জাব কিংসের বিরুদ্ধে ৯৬ রানে আউট হয়েছিলেন শুভমন। সোমবার কলকাতার বিরুদ্ধে ৫৫ বলে ৯০ রান করে আউট হয়ে যান তিনি। এই মরসুমে আইপিএলে ৩০০ রানের গণ্ডি পার করেছেন শুভমন। ৮ ম্যাচে ৩০৫ রান করেছেন। স্ট্রাইক রেট ১৫৩.২৬। সোমবার তাঁর ব্যাটে ভর করে ১৯৮ রান তোলে গুজরাত। জবাবে কলকাতা শেষ হয়ে যায় ১৪৯ রানে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement