শুভমন গিল। —ফাইল চিত্র।
এক সময় কলকাতা নাইট রাইডার্সের হয়েই খেলতেন শুভমন গিল। কিন্তু ২০২২ সালে তাঁকে ছেড়ে দেয় তারা। সোমবার ইডেনে সেই দলের বিরুদ্ধে গুজরাত টাইটান্সের হয়ে খেলতে নেমেছিলেন শুভমন। বেঙ্কটেশ আয়ার আউট হওয়ার পর তাঁর অতিরিক্ত উচ্ছ্বাস নজরে আসে। গুজরাত অধিনায়ক বুঝিয়ে দিলেন, ওটাই ম্যাচের মোড় ঘুরিয়েছে।
প্রথমে ব্যাট করে ১৯৮ রান তুলেছিলে গুজরাত। সেই রান তাড়া করতে নেমে মন্থর ইনিংস খেলে কলকাতা। কখনও মনেই হয়নি কেকেআর জিততে পারবে। ১২তম ওভারে আউট হন বেঙ্কটেশ। তখন ৮৪ রানে তৃতীয় উইকেট হারিয়ে চাপে কলকাতা। যতই বেঙ্কটেশ ফর্মে না থাকুন, যতই আট ম্যাচে মাত্র ২২.৫০ গড়ে ১৩৫ রান করুন, শুভমন বুঝতে পেরেছিলেন, ওই উইকেটই কলকাতার জয়ের আশা অনেকটা কমিয়ে দেবে। যদিও গুজরাত তার আগে থেকেই ম্যাচে যথেষ্ট এগিয়ে ছিল। কিন্তু শুভমন একটু বেশিই উচ্ছ্বাস প্রকাশ করেন। ম্যাচ শেষে তিনি বলেন, “আমরা ম্যাচে এগিয়েছিলাম, কিন্তু এগিয়ে থাকা আর জয়ের কাছাকাছি পৌঁছে যাওয়া আলাদা। ভাল দল যখন রান তাড়া করে, তখন ধীরে ধীরে ম্যাচটা শেষের দিকে নিয়ে যায়। ওই উইকেট কেকেআরের সেই আশা কমিয়ে দেয়। তাই আমি ওই ভাবে উচ্ছ্বাস প্রকাশ করে ফেলেছিলাম।”
ম্যাচে শুভমন ৯০ রান করেন। তাঁর সঙ্গে রান করেন সাই সুদর্শন (৫২) এবং জস বাটলার (৪১)। তাঁদের দাপটে ইডেনের কঠিন পিচেও ১৯৮ রান তুলে নেয় গুজরাত। জবাবে ব্যাট করতে নেমে ১৪৯ রানের বেশি করতে পারেনি কেকেআর। অধিনায়ক অজিঙ্ক রাহানে ৫০ রান করলেও ম্যাচ জেতাতে পারেননি। ইডেন থেকে জিতেই মাঠ ছাড়েন শুভমন।