IPL 2025

লখনউয়ের বিরুদ্ধে জিততে দিল্লির ভরসা বিতাড়িত রাহুল, পরিকল্পনা সাজাচ্ছেন প্রাক্তন অধিনায়ক

প্রথম বার লখনউয়ের বিরুদ্ধে খেলতে নামবেন রাহুল। ২০২২ সালে লখনউ সুপার জায়ান্টস আইপিএল খেলছে। সেই সময় থেকেই নেতৃত্ব দিচ্ছিলেন রাহুল।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২২ এপ্রিল ২০২৫ ১৪:৩৩
Share:
KL Rahul

লোকেশ রাহুল। —ফাইল চিত্র।

লখনউ সুপার জায়ান্টসের অধিনায়ক ছিলেন লোকেশ রাহুল। এ বার তিনি দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলতে নামবেন। সেই ম্যাচে দিল্লির হয়ে পরিকল্পনা সাজাচ্ছেন রাহুল। এমনটাই জানালেন বিপরাজ নিগম।

Advertisement

প্রথম বার লখনউয়ের বিরুদ্ধে খেলতে নামবেন রাহুল। ২০২২ সালে লখনউ সুপার জায়ান্টস আইপিএল খেলছে। সেই সময় থেকেই নেতৃত্ব দিচ্ছিলেন রাহুল। গত বছর তাঁর সঙ্গে লখনউ দলের মালিক সঞ্জীব গোয়েন্‌কার গণ্ডগোল হয়েছিল। তার পর নিলামের আগে রাহুলকে ছেড়ে দেয় লখনউ। তার পর এই প্রথম রাহুল নামবেন তাঁর পুরনো দলের বিরুদ্ধে। নিগম বলেন, “শুধু এই ম্যাচ নয়, প্রতি ম্যাচেই আমি সিনিয়রদের থেকে উপদেশ পাই। রাহুল ভাইও সাহায্য করে। গত বছর লখনউয়ের হয়ে খেলার সময় এই দলের অনেককে ও ভাল ভাবে চেনে। তাই দলের বৈঠকে রাহুল সেই সব নিয়ে আলোচনা করছে। বিপক্ষের বোলার, ব্যাটার সম্পর্কে জানে, এমন কেউ দলে থাকলে সেটা তো হবেই।”

এ বারের আইপিএলে দ্বিতীয় বার মুখোমুখি হচ্ছে দিল্লি-লখনউ। প্রথম পর্বে রাহুল খেলেননি। সন্তানের জন্মের কারণে ছুটি নিয়েছিলেন। তবে দ্বিতীয় পর্বে তাঁর খেলা নিশ্চিত। দলের সঙ্গে লখনউয়ে অনুশীলনও করেছেন। মঙ্গলবার যেখানে খেলা হবে, সেই একানা স্টেডিয়াম রাহুলের হাতের তালুর মতো চেনা। গত তিন বছর এই লখনউয়েরই অধিনায়ক ছিলেন তিনি। কে জানত, মরসুমের শেষের দিকে দলের মালিকের থেকেই অপমানিত হতে হবে। হায়দরাবাদের কাছে হারের পর মাঠে নেমে এসে প্রকাশ্যে যে ভাবে হাত নাড়িয়ে রাহুলকে বকাঝকা করেছিলেন গোয়েন্‌কা, তা কারও নজর এড়ায়নি।

Advertisement

ছয় ম্যাচে ইতিমধ্যেই ২৬৬ রান করে ফেলেছেন রাহুল। বেঙ্গালুরুর বিরুদ্ধে অপরাজিত ৯৩ রান তার মধ্যে উল্লেখযোগ্য। পুরনো দলের বিরুদ্ধে নিশ্চিত ভাবেই নিজেকে প্রমাণ করতে মরিয়া হয়ে থাকবেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement