India Cricket

রোহিত, বিরাটদের বাদ দিলে ক্ষতি কিসের? দলের সাফল্যই আসল, বিতর্ক বাড়ালেন গম্ভীর

শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ়ে বাদ দেওয়া হয়েছে বিরাট কোহলি, রোহিত শর্মাদের। ভারতীয় ক্রিকেট বোর্ডের এই সিদ্ধান্ত নিয়ে মুখ খুলে বিতর্ক আরও বাড়ালেন গৌতম গম্ভীর।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৯ ডিসেম্বর ২০২২ ২২:৪৪
Share:

বিরাট কোহলি, রোহিত শর্মাদের ভারতের টি-টোয়েন্টি দল থেকে বাদ দেওয়া নিয়ে মুখ খুলেছেন গৌতম গম্ভীর। কী বলেছেন তিনি? —ফাইল চিত্র

শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ়ে দলে রাখা হয়নি বিরাট কোহলি, রোহিত শর্মা, লোকেশ রাহুলের মতো অভিজ্ঞ ক্রিকেটারদের। তাঁদের বিশ্রাম দেওয়া হয়েছে, নাকি বাদ দেওয়া হয়েছে সেই বিষয়ে কিছু বলেনি ভারতীয় ক্রিকেট বোর্ড। এই আবহে বিতর্ক আরও বাড়ালেন গৌতম গম্ভীর। ভারতের প্রাক্তন ক্রিকেটার জানিয়েছেন, বিরাট, রোহিতদের বাদ দিলে তাতে দলের কোনও ক্ষতি হবে না। কারণ, সাফল্যই আসল।

Advertisement

একটি সাক্ষাৎকারে নিজের মত জানিয়েছেন গম্ভীর। তিনি বলেছেন, ‘‘সব কিছুর মধ্যে একটা স্বচ্ছতা থাকা উচিত। যদি নির্বাচকদের মনে হয় যে বিরাট, রোহিতদের বাদ দিয়ে দল তৈরি করা হবে তাতে কোনও ক্ষতি নেই। আসল হল সাফল্য। তার জন্য যা করা দরকার করতে হবে। অনেক দলই সেটা করে। তবে সেটা স্পষ্ট করে জানাতে হবে। যাদের বাদ দেওয়া হচ্ছে তাদের সঙ্গে নির্বাচকদের ভাল যোগাযোগ থাকা জরুরি।’’

কোনও ব্যক্তি বা নামের পিছনে না ছুটে বিশ্বকাপে সাফল্য পাওয়ার কথা মাথায় রেখে দল তৈরি করা উচিত বলে মনে করেন গম্ভীর। তিনি বলেছেন, ‘‘যখন বড় নাম বাদ দেওয়া হয় তখন আমরা একটু বেশিই চিৎকার করি। কিন্তু আমাদের ভেবে দেখতে হবে ২০২৪ সালের বিশ্বকাপে আমরা কী ভাবে সাফল্য পেতে পারি। তার জন্য একটা দলকে দীর্ঘ দিন ধরে খেলাতে হবে। তবেই দলের মধ্যে বোঝাপড়া অনেক ভাল হবে। আগে যাদের উপর ভরসা করা হয়েছিল, তারা পারেনি। তা হলে নতুনদের সুযোগ দেওয়া উচিত। তারা না পারলে তখন অন্য কথা ভাবতে হবে।’’

Advertisement

ভারতের তরুণ ক্রিকেটারদের মধ্যে কয়েক জনের কথা আলাদা করে বলেছেন গম্ভীর। তাঁর মতে, এই ক্রিকেটাররা ছোট ফরম্যাটে ভারতকে সাফল্য এনে দিতে পারেন। তিনি বলেছেন, ‘‘সূর্যকুমার যাদব, ঈশান কিশনদের সব ফরম্যাটেই সুযোগ দেওয়া যেতে পারে। হার্দিক পাণ্ড্যও রয়েছে। তা ছাড়া পৃথ্বী শ, রাহুল ত্রিপাঠি, সঞ্জু স্যামসনের মতো ক্রিকেটারদেরও সুযোগ দিতে হবে। ওরা ভয়ডরহীন ক্রিকেট খেলতে পারে। টি-টোয়েন্টিতে সেটা খুব দরকার।’’

গম্ভীরের মতে, ভারতের ব্যর্থতার সব থেকে বড় কারণ, আক্রমণাত্মক ক্রিকেট খেলতে না পারা। রোহিত-বিরাটরা এই ধরনের ক্রিকেটের কথা বললেও মাঠে নেমে করতে পারেননি বলে মনে করেন ভারতের প্রাক্তন ওপেনার। তিনি বলেছেন, ‘‘আমরা মুখে আক্রমণাত্মক ক্রিকেটের কথা অনেক বলেছি। কিন্তু গুরুত্বপূর্ণ ম্যাচে সেটা করে দেখাতে পারিনি। তাই হারতে হয়েছে। হতে পারে তরুণ ক্রিকেটাররা সেটা করতে পারবে। কারণ, তারা এ ভাবেই ক্রিকেট খেলেছে। কিন্তু তার জন্য তাদের সুযোগ দিতে হবে। নির্বাচকরা সেটাই করেছে। শ্রীলঙ্কা সিরিজ়েই বোঝা যাবে তরুণরা চাপ সামলাতে কতটা দক্ষ।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement