Team India

বোর্ডের বার্ষিক চুক্তিতে ৩০ জন ক্রিকেটার, কে পাবেন কত টাকা?

বোর্ডের বার্ষিক চুক্তিতে বিরাট কোহলি, রোহিত শর্মার মতো ক্রিকেটার যেমন রয়েছেন, তেমনই রয়েছেন যশস্বী জয়সওয়ালেরা। কোন কোন ক্রিকেটার রয়েছেন এই তালিকায়?

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০২৪ ১৯:৩৪
Share:

রোহিত শর্মা এবং রবীন্দ্র জাডেজা। —ফাইল চিত্র।

ভারতীয় ক্রিকেট বোর্ডের বার্ষিক চুক্তিতে রয়েছেন ৩০ জন ক্রিকেটার। সেই তালিকায় বিরাট কোহলি, রোহিত শর্মার মতো ক্রিকেটার যেমন রয়েছেন, তেমনই রয়েছেন যশস্বী জয়সওয়ালেরা। কোন কোন ক্রিকেটার রয়েছেন এই তালিকায়?

Advertisement

ভারতীয় বোর্ড ক্রিকেটারদের চারটি ভাগে বার্ষিক চুক্তির আওতায় রাখে। দেখে নেওয়া যাক সেই তালিকা।

গ্রেড এ+ (বছরে ৭ কোটি টাকা)

Advertisement

রোহিত শর্মা, বিরাট কোহলি, যশপ্রীত বুমরা এবং রবীন্দ্র জাডেজা।

গ্রেড এ (বছরে ৫ কোটি টাকা)

রবিচন্দ্রন অশ্বিন, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ, লোকেশ রাহুল, শুভমন গিল এবং হার্দিক পাণ্ড্য।

গ্রেড বি (বছরে ৩ কোটি টাকা)

সূর্যকুমার যাদব, ঋষভ পন্থ, কুলদীপ যাদব, অক্ষর পটেল এবং যশস্বী জয়সওয়াল।

গ্রেড সি (বছরে ১ কোটি টাকা)

রিঙ্কু সিংহ, তিলক বর্মা, রুতুরাজ গায়কোয়াড়, শার্দূল ঠাকুর, শিবম দুবে, রবি বিষ্ণোই, জীতেশ শর্মা, ওয়াশিংটন সুন্দর, মুকেশ কুমার, সঞ্জু স্যামসন, আরশদীপ সিংহ, শ্রীকর ভরত, প্রসিদ্ধ কৃষ্ণ, আবেশ খান এবং রজত পাটীদার।

এই বছর যশস্বীকে বোর্ডের চুক্তিতে আনা হয়েছে। ঋষভ পন্থ গত বছর গ্রেড এ-তে থাকলেও এই বছর তাঁকে গ্রেড বি-তে নামিয়ে দেওয়া হয়েছে। গ্রেড এ+ বিভাগে উঠে এসেছেন জাডেজা।

বেশ কিছু ক্রিকেটারের বোর্ডের বার্ষিক চুক্তিতে আসার সম্ভাবনা রয়েছে। সেই তালিকায় সরফরাজ় খান, ধ্রুব জুরেল, আকাশ দীপের মতো ক্রিকেটার রয়েছেন। বছরের মাঝে তাঁদের বার্ষিক চুক্তিতে দেখা যেতে পারে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement