ICC ODI World Cup 2023

মোবাইলে বিনামূল্যে বিশ্বকাপ! মুঠোফোনেই সবার চোখ, টেলিভিশনের সামনে লোক কোথায়?

সবাই ব্যস্ত মোবাইলে। সেখানেই বিনামূল্যে দেখা যাচ্ছে বিশ্বকাপের সব খেলা। অফিসে, গাড়িতে, এমনকি, ঠাকুর দেখতে দেখতেও দেখে নেওয়া যাচ্ছে খেলা।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২১ অক্টোবর ২০২৩ ২০:৪৯
Share:

বিশ্বকাপ ট্রফি। —ফাইল চিত্র

প্রতি ম্যাচেই কমে যাচ্ছে দর্শকের সংখ্যা। টেলিভিশনের পর্দার সামনে লোক কোথায়? সবাই ব্যস্ত মোবাইলে। সেখানেই বিনামূল্যে দেখা যাচ্ছে বিশ্বকাপের সব খেলা। অফিসে, গাড়িতে, এমনকি, ঠাকুর দেখতে দেখতেও দেখে নেওয়া যাচ্ছে খেলা। ফলে টেলিভিশনের দর্শক কমে যাচ্ছে।

Advertisement

বার্ক (ব্রডকাস্ট অডিয়েন্স রিসার্চ কাউন্সিল)-এর দেওয়া তথ্য অনুযায়ী, ২০১৯ সালের বিশ্বকাপে প্রথম ১১টি ম্যাচ টেলিভিশনে দেখেছিলেন ৯ কোটি ৮০ লক্ষ দর্শক। চলতি বছর প্রথম ১১টি ম্যাচে সেই সংখ্যা ৯ কোটি। অর্থাৎ, ৮০ লক্ষ দর্শক কমেছে। খেলার মোট দর্শক অবশ্য কমেনি। উল্টে তা বেড়েছে। কিন্তু সেই দর্শক সংখ্যা ভাগ হয়ে গিয়েছে। আর বেশির ভাগটাই গিয়েছে মোবাইলের দিকে।

এ বারের বিশ্বকাপ মোবাইলে দেখাচ্ছে ডিজনি প্লাস হটস্টার। মোবাইলে সেই খেলা দেখার জন্য আলাগা করে টাকা দিতে হচ্ছে না। শুধু তাই নয়, ক্যামেরার কোণ বদলে খেলা দেখা যাচ্ছে। যেমন, ভারত বনাম অস্ট্রেলিয়া ম্যাচ দেখেছেন ৮ কোটি ২০ লক্ষ দর্শক। তার মধ্যে ৭০ শতাংশ দর্শক খেলা দেখেছেন টেলিভিশনে। বাকি ৩০ শতাংশ দর্শক খেলা দেখেছেন মোবাইলে। আগের বারের বিশ্বকাপে এই অনুপাত ছিল ৮৫-১৫। অর্থাৎ, মোবাইলে খেলা দেখার লোক বাড়ছে।

Advertisement

মোবাইলে খেলা দেখায় নতুন বিশ্বরেকর্ডও হয়েছে। শনিবার বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচে মোবাইলে একই সময়ে দেখেছেন ৩.৫ কোটি দর্শক। এটি সর্বকালীন রেকর্ড। ডিজ়নি প্লাস হটস্টার ভেঙে দিয়েছে জিয়ো সিনেমার রেকর্ড। এর আগে গত আইপিএলের ফাইনাল জিয়ো সিনেমায় দেখেছিলেন ৩.২ কোটি দর্শক। এই পরিসংখ্যানই বলে দিচ্ছে টেলিভিশন থেকে দর্শক মুখ ঘোরাচ্ছেন মোবাইলের দিকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement