রোহিত শর্মা। —ফাইল চিত্র।
গত দু’বার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলেছে ভারত। অবশ্য ট্রফি এখনও অধরা রয়েছে। এ বারের টেস্ট বিশ্বকাপের ফাইনালে কারা খেলবে তা এখনও চূড়ান্ত হয়নি। দৌড়ে সকলের উপরে রয়েছে ভারত। রোহিত শর্মাদের সামনে চারটি অঙ্ক রয়েছে। তা মিললেই ফাইনাল খেলবেন তাঁরা।
এখন এক নম্বরে রয়েছে ভারত। ১৫টি টেস্টের মধ্যে ন’টি টেস্ট জিতেছে ভারত। পাঁচটি হেরেছে তারা। একটি ড্র হয়েছে। ভারতের পয়েন্ট ১১০। তাদের পয়েন্টের শতাংশ ৬১.১১। এই পয়েন্টের শতাংশের উপর নির্ভর করেই শীর্ষে থাকা দুই দল বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলে। ভারতের সামনে চারটি অঙ্ক রয়েছে। তবে রোহিতদের মাথায় রাখতে হবে, অস্ট্রেলিয়ায় তাঁদের সিরিজ় জিততে হবে বা ড্র করতে হবে। হারলে কোনও ভাবেই টেস্ট বিশ্বকাপের ফাইনালে উঠতে পারবে না ভারত।
অঙ্ক ১ (অস্ট্রেলিয়ায় ৫-০, ৪-১, ৪-০ বা ৩-০ জয়)— অস্ট্রেলিয়ায় বড় ব্যবধানে সিরিজ় জিততে পারলেই ভারতের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলা পাকা। সে ক্ষেত্রে অন্য কোনও দলের দিকে তাকাতে হবে না তাদের। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অন্তত তিনটি টেস্টের ব্যবধানে জিততে হবে রোহিতদের। এই ফল হলে ফাইনালে উঠতে পারবে না অস্ট্রেলিয়া।
অঙ্ক ২ (অস্ট্রেলিয়ায় ৩-১ জয়)— অস্ট্রেলিয়াকে যদি ভারত ৩-১ হারাতে পারে তা হলেও তাদের সুযোগ থাকবে ফাইনাল খেলার। তবে তার জন্য অন্য দলের দিকে তাকাতে হবে। সে ক্ষেত্রে দক্ষিণ আফ্রিকা বনাম শ্রীলঙ্কা দ্বিতীয় টেস্ট ড্র হতে হবে বা দক্ষিণ আফ্রিকাকে হারতে হবে। যদি দক্ষিণ আফ্রিকা জিতে যায় তা হলে ভারত পিছিয়ে পড়বে।
অঙ্ক ৩ (অস্ট্রেলিয়ায় ৩-২ জয়)— অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৩-২ সিরিজ় জিতলে ভারতের দরকার পড়বে শ্রীলঙ্কার সাহায্য। সে ক্ষেত্রে দ্বিতীয় টেস্টে দক্ষিণ আফ্রিকাক বিরুদ্ধে জিততে হবে শ্রীলঙ্কাকে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ়েও অন্তত একটি টেস্ট ড্র করতে হবে শ্রীলঙ্কাকে। তবেই ভারত টেস্ট বিশ্বকাপের ফাইনাল খেলবে।
অঙ্ক ৪ (অস্ট্রেলিয়ায় ২-২ ড্র)— যদি বর্ডার-গাওস্কর সিরিজ় ড্র হয় তা হলে ভারতের ফাইনাল খেলার সম্ভাবনা আরও কমবে। সে ক্ষেত্রে ভারতকে নির্ভর করতে হবে দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা দু’দলের উপরেই। দক্ষিণ আফ্রিকার কাছে শ্রীলঙ্কাকে ০-২ হারতে হবে। পরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শ্রীলঙ্কাকে ২-০ জিততে হবে। তবেই ভারত ফাইনালে উঠবে।