ICC ODI World Cup 2023

ভারত হারতেই রোহিতদের খেলার নিন্দায় আফ্রিদি, মোদীরাজ্যের দর্শকদেরও একহাত পাক ক্রিকেটারের

বিশ্বকাপের ফাইনালে ভারত হেরে যাওয়ার পরে রোহিত শর্মাদের সমালোচনা করেছেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক শাহিদ আফ্রিদি। আমদাবাদের দর্শকদেরও সমালোচনা করেছেন তিনি।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২১ নভেম্বর ২০২৩ ২০:১৬
Share:

রোহিত শর্মা। —ফাইল চিত্র

বিশ্বকাপ ফাইনালে ভারত হারতেই সমালোচনা শুরু করে দিলেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক শাহিদ আফ্রিদি। রোহিত শর্মাদের নিন্দা করেছেন তিনি। পাশাপাশি আমদাবাদের দর্শকদেরও একহাত নিয়েছেন আফ্রিদি। তাঁর মতে, অতিরিক্ত আত্মবিশ্বাসের ফলেই হারতে হয়েছে ভারতকে।

Advertisement

পাকিস্তানের একটি টেলিভিশন চ্যানেলে মুখ খোলেন আফ্রিদি। তিনি বলেন, ‘‘যখন আপনি পর পর ম্যাচ জিততে থাকেন তখন আপনার মধ্যে অতিরিক্ত আত্মবিশ্বাস জন্মায়। দেখে মনে হয়, সব দলকে হারিয়ে দিতে পারবেন। কিন্তু এই অতিরিক্ত আত্মবিশ্বাসই ভারতকে ডুবিয়েছে। ওরা বিশ্বাসই করতে পারেনি যে ঘরের মাঠে হেরে যাবে।’’

রোহিতদের খেলারও ধরনেরও সমালোচনা করেছেন আফ্রিদি। তাঁর কথায়, ‘‘ভারত সব ম্যাচে একই রকম ভাবে খেলার চেষ্টা করেছে। গ্রুপ পর্বে তা কাজে লেগেছে। কিন্তু অস্ট্রেলিয়া জানে বিপক্ষের শক্তি-দুর্বলতা কোথায়। ফাইনালে ভারতের আরও ভাল পরিকল্পনা করা উচিত ছিল। কিন্তু ওদের প্ল্যান বি-ই ছিল না।’’

Advertisement

ভারতের খেলার পাশাপাশি আমদাবাদের দর্শকদেরও সমালোচনা করেছেন আফ্রিদি। ১ লক্ষ ৩২ হাজারের গ্যালারি অস্ট্রেলিয়ার ভাল খেলার প্রশংসা করতে পারেননি বলেই জানিয়েছেন তিনি। আফ্রিদি বলেন, ‘‘আমরা যখন খেলতাম তখনও অনেক বার এই ধরনের ঘটনা ঘটেছে। ট্রাভিস হেডের ওই ইনিংসের পরে সবার উচিত ছিল উঠে দাঁড়িয়ে হাততালি দেওয়া। সেটা দেখা গেল না। সত্যিকারের ক্রীড়াপ্রেমী দর্শক থাকলে এটা হত না। নিজের দল ছাড়া কাউকে সমর্থন করব না, এই মানসিকতা ঠিক না। সেটা ভারতীয় সমর্থকদের বুঝতে হবে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement