Wasim Akram On India Cricket

ভারতের হারে লাফাচ্ছেন আক্রম, ‘রোহিতের এই দলকে পাকিস্তানও হারিয়ে দেবে’

নিউ জ়িল্যান্ডের কাছে ভারত হারতেই রোহিত শর্মাদের খোঁচা দিলেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক ওয়াসিম আক্রম। তাঁর মতে, ঘূর্ণি উইকেটে ভারতকে এখন পাকিস্তানও হারিয়ে দেবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ০৪ নভেম্বর ২০২৪ ১৬:০১
Share:

(বাঁ দিকে) ওয়াসিম আক্রম ও রোহিত শর্মা (ডান দিকে)। —ফাইল চিত্র।

মাস খানেক আগে ছবিটা অন্য রকম ছিল। বাংলাদেশকে সিরিজ়ে চুনকাম করে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় সকলের উপরে ছিল ভারত। অন্য দিকে বাংলাদেশের কাছে ঘরের মাঠে হেরে একেবারে শেষে ছিল পাকিস্তান। সেই ছবিটা বদলে গিয়েছে। নিউ জ়িল্যান্ডের কাছে ০-৩ হেরেছে ভারত। পাকিস্তান হারিয়েছে ইংল্যান্ডকে। ভারত হারতেই রোহিত শর্মাদের খোঁচা দিলেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক ওয়াসিম আক্রম। তাঁর মতে, ঘূর্ণি উইকেটে ভারতকে এখন পাকিস্তানও হারিয়ে দেবে।

Advertisement

অস্ট্রেলিয়া বনাম পাকিস্তানের এক দিনের ম্যাচে ধারাভাষ্য দিচ্ছেন আক্রম। সেখানে তাঁর সহ-ধারাভাষ্যকার মাইকেল ভনের সঙ্গে আলোচনার সময় এ কথা বলেন আক্রম। ভন প্রথমে বলেন, “আমি ভারত ও পাকিস্তানের মধ্যে টেস্ট সিরিজ় দেখতে চাই।” জবাবে আক্রম বলেন, “তা হলে তো খুব ভাল হয়। দুটো ক্রিকেট পাগল দেশের মধ্যে সিরিজ় ক্রিকেটের পক্ষেই ভাল বিজ্ঞাপন।”

আক্রমের কথার প্রেক্ষিতে ভন বলেন, “এখন তো পাকিস্তান ভারতকে হারাতে পারবে।” ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়কের কথায় সম্মতি জানান আক্রম। খোঁচার সুরে তিনি বলেন, “এখন ঘূর্ণি উইকেটে ভারতের এই দলকে পাকিস্তানও হারিয়ে দেবে। ওরা ঘরের মাঠে নিউ জ়িল্যান্ডের কাছে ০-৩ ব্যবধানে হেরেছে।”

Advertisement

তিন টেস্টের সিরিজ়ে ভারতের যে ৫৭টি উইকেট পড়েছে তার মধ্যে ৩৭টি উইকেট নিয়েছেন নিউ জ়িল্যান্ডের স্পিনারেরা। অজাজ পটেল, মিচেল স্যান্টনার ও গ্লেন ফিলিপ্সের স্পিন সামলাতে হিমশিম খেয়েছেন রোহিত, কোহলিরা। ভারতের ব্যাটারদের সমালোচনা ঘরেই শুরু হয়েছে। সুনীল গাওস্কর, সঞ্জয় মঞ্জরেকরের মতো প্রাক্তন ক্রিকেটারেরা ভারতীয় ব্যাটারদের টেকনিক ও মানসিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন।

সামনেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ টেস্টের সিরিজ় খেলবে ভারত। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠতে হলে সেই সিরিজ় জিততে হবে রোহিতদের। তবে দলের যা বর্তমান পরিস্থিতি তাতে কঠিন লড়াই অপেক্ষা করছে ভারতীয় ক্রিকেটারদের সামনে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement