বাবরকে নেতৃত্বে ইস্তফা দেওয়ার পরামর্শ প্রাক্তন অধিনায়কের। —ফাইল ছবি।
বাবর আজ়মকে পাকিস্তানের অধিনায়ক হিসাবে দেখতে চান না শোয়েব মালিক। তিনি বলেছেন, বাবরের উচিত নেতৃত্ব থেকে ইস্তফা দেওয়া। পাকিস্তানের প্রাক্তন অধিনায়কের মতে, ব্যাটার বাবরকে অনেক বেশি প্রয়োজন পাকিস্তানের।
বাবরকে নেতৃত্ব ছেড়ে শুধু নিজের খেলায় মন দেওয়ার পরামর্শ দিয়েছেন শোয়েব। তিনি বলেছেন, ‘‘আমি বাবরের জায়গায় থাকলে নেতৃত্ব ছেড়ে দিতাম। যাঁরা বাবরকে পরামর্শ দেন, তাঁদেরও উচিত বাবরকে নেতৃত্বে ইস্তফা দিতে বলা। শুধু নিজের খেলায় মন দেওয়া উচিত ওর। তা হলেও পাকিস্তান দল উপকৃত হবে।’’
শোয়েবের বক্তব্য, পাকিস্তানের ক্রিকেট সংস্কৃতি ফলাফল ছাড়া কিছু বোঝে না। বাবরের ভাল জন্যই তাঁর এই পরামর্শ। একটি সাক্ষাৎকারে পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক বলেছেন, ‘‘আমার মতে অধিনায়ক হিসাবে বাবরকে আরও পরিণত হতে হবে। তার জন্য যথেষ্ট সময় দরকার। কিন্তু আমরা এমন একটা ক্রিকেট সংস্কৃতিতে রয়েছি, যেখানে রাতারাতি ফলাফল আশা করা হয়। তাই যাঁরা বাবরকে পরামর্শ দিচ্ছেন, তাঁরা ওকে নেতৃত্বে ইস্তফা দেওয়ার পরামর্শ দিন। তা হলে বাবর অনেক রেকর্ড ভেঙে দিতে পারে। নেতৃত্ব ছাড়লে ওকে শুধু নিজের খেলা নিয়ে চাপ নিতে হবে।’’
শোয়েব মনে করেন, সাধারণ ক্রিকেটপ্রেমীরা অধিনায়ক এবং ব্যাটার বাবরকে এক করে দেখেন। তাতে ক্রিকেটার হিসাবে বাবরের সঠিক মূল্যায়ন হয় না। এক সাক্ষাৎকারে শোয়েব এ নিয়ে বলেছেন, ‘‘একটা বিষয় উল্লেখ করতে চাই। আমরা সাধারণত বাবরের ব্যাটিং পারফরম্যান্স এবং নেতৃত্ব মিশিয়ে দেখি। আমাদের এটা করা ঠিক নয়। দুটো সম্পূর্ণ আলাদা বিষয়। দল হারলেই আমরা সাধারণত বাবরকে নিয়ে কাটাছেঁড়া শুরু করি। দলের ব্যর্থতার সঙ্গে টেনে আনা হয় ব্যাটার বাবরের পারফরম্যান্সকেও। বিষয়টা আমাদের এ ভাবে দেখা উচিত নয়। ক্রিকেট দলগত খেলা। একটা সময় ছিল, যখন এক জনই ম্যাচ জেতাতে পারত। এখন সময় বদলে গিয়েছে। এখন দলগত প্রচেষ্টা ছাড়া সাফল্য সহজ নয়।’’
শোয়েব মনে করেন নেতৃত্বের চাপ না থাকলে ব্যাটার বাবরের পারফরম্যান্স অনেক ভাল হবে। বাবর অনেক হালকা মেজাজে থাকতে পারবেন। তাতে লাভবান হবে পাকিস্তানের জাতীয় দলই।