Naman Ojha

ব্যাঙ্কে আর্থিক তছরুপ, সাত বছরের জেল ভারতের প্রাক্তন ক্রিকেটারের বাবার, কী ঘটেছিল?

ব্যাঙ্কে চাকরি করার সময় ১১ বছর আগে হওয়া একটি আর্থিক তছরুপে নাম জড়িয়েছিল তাঁর। সেই ঘটনায় দোষী সাব্যস্ত হয়ে সাত বছরের জেলের সাজা হল বিনয় ওঝার। তিনি প্রাক্তন ক্রিকেটার নমন ওঝার বাবা।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ২৫ ডিসেম্বর ২০২৪ ১২:৫৩
Share:

বাবার সঙ্গে ক্রিকেটার নমন ওঝা (ডান দিকে)। ছবি: সমাজমাধ্যম।

ব্যাঙ্কে চাকরি করার সময় ১১ বছর আগে হওয়া একটি আর্থিক তছরুপে নাম জড়িয়েছিল তাঁর। সেই ঘটনায় দোষী সাব্যস্ত হয়ে সাত বছরের জেলের সাজা হল বিনয় ওঝার। তিনি প্রাক্তন ক্রিকেটার নমন ওঝার বাবা। ওই ঘটনায় চার জনকে দোষী সাব্যস্ত করা হয়েছে।

Advertisement

ব্যাঙ্ক অফ মহারাষ্ট্রে কাজ করতেন বিনয়। ২০১৩ সালে সেই ব্যাঙ্কের বেতুল এলাকার মুলতাই থানার অন্তর্গত জৌলখেড়া গ্রামের শাখায় ১.২৫ কোটি টাকার আর্থিক তছরুপ হয়েছিল। পুলিশ তখন ছ’জনের বিরুদ্ধে মামলা দায়ের করে তদন্ত শুরু করেছিল। মঙ্গলবার মুলতাই অ্যাডিশনাল সেশনস কোর্ট রায় ঘোষণা করেছে।

সেই ঘটনার মূলচক্রী অভিষেক রত্নমের ১০ বছরের জেল এবং ৮০ লাখ টাকা জরিমানা হয়েছে। বিনয় সেই শাখার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ছিলেন। তাঁকেও দোষী সাব্যস্ত করা হয়েছে। সাত বছরের জেলের পাশাপাশি সাত লাখ টাকা জরিমানাও দিতে হবে তাঁকে। দোষী সবাইকেই মঙ্গলবার মুলতাই জেলে পাঠানো হয়েছে।

Advertisement

ভারতের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে সব ফরম্যাটেই খেলেছেন নমন। একটি টেস্ট, একটি এক দিনের ম্যাচ এবং দু’টি টি-টোয়েন্টি খেলেছেন। টেস্টে দুই ইনিংস মিলিয়ে ৫৬ রান করেছেন। এক দিনের ম্যাচে এক রান এবং টি-টোয়েন্টিতে ১২ রান করেছেন। ২০১০ সালের জ়িম্বাবোয়ে সফরে ভারতের হয়ে অভিষেক হয় নমনের। এখন তিনি অবসর নিয়েছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement