Virender Sehwag

ভারতীয় ক্রিকেটে ফিরছে সহবাগ-যুগ? কোচবিহার ট্রফিতে দ্বিশতরান বীরু-পুত্র আর্যবীরের

শুধু নামে তাঁকে চেনা মুশকিল হলেও পদবি বললেই ভারতীয় ক্রিকেটে তৈরি হয় সম্ভ্রম। আর্যবীরের পদবি সহবাগ। তিনি বীরেন্দ্র সহবাগের পুত্র। বাবার পথেই এগোচ্ছেন তিনি। বৃহস্পতিবারের দ্বিশতরান সেটাই প্রমাণ করে গেল।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২১ নভেম্বর ২০২৪ ১৯:৫৮
Share:

বীরেন্দ্র সহবাগ। —ফাইল চিত্র।

প্রথম আবির্ভাব বিনু মাঁকড় ট্রফিতে। এ বার আর্যবীর দ্বিশতরান করলেন কোচবিহার ট্রফিতে। শুধু নামে তাঁকে চেনা মুশকিল হলেও পদবি বললেই ভারতীয় ক্রিকেটে তৈরি হয় সম্ভ্রম। আর্যবীরের পদবি সহবাগ। তিনি বীরেন্দ্র সহবাগের পুত্র। বাবার পথেই এগোচ্ছেন তিনি। বৃহস্পতিবারের দ্বিশতরান সেটাই প্রমাণ করে গেল।

Advertisement

দিল্লির হয়ে খেলেন আর্যবীর। বৃহস্পতিবার শিলংয়ে মেঘালয়ের বিরুদ্ধে দ্বিশতরান করলেন তিনি। ২২৯ বলে ২০০ রান করেন আর্যবীর। ৩৪টি চার এবং দু’টি ছক্কা মারেন। তাঁর স্ট্রাইক রেট ৮৭.৩৪। লাল বলের ক্রিকেটে যা খুব খারাপ নয়। যদিও তাঁর বাবা টেস্টেও অনেক সময় ১০০-র উপর স্ট্রাইক রেট রেখে ব্যাট করেছেন।

ওপেনার আর্যবীরের দ্বিশতরানে ভর করে ২ উইকেট হারিয়ে দিল্লি ৪৬৮ রান তোলে। মেঘালয়ের বিরুদ্ধে ২০৮ রানের লিড নিয়েছে তারা। আর্যবীরকে সঙ্গ দেন ওপেনার অর্ণব বুজ্ঞা। তিনি শতরান করেন। ১৮০ রানের জুটি গড়েছিলেন আর্যবীর এবং অর্ণব। প্রথম ইনিংসে মেঘালয় ২৬০ রান করেছিল। দিল্লির হয়ে চার উইকেট নিয়েছিলেন উধব মোহন। তিন উইকেট নিয়েছিলেন অর্ণব।

Advertisement

সহবাগ যদিও চান না তাঁর নামের চাপ ছেলের উপর পড়ুক। তিনি বলেছিলেন, “আমি আরও এক জন বীরেন্দ্র সহবাগকে দেখতে চাই না। আমার সন্তানেরা বিরাট কোহলি হোক, বা হার্দিক পাণ্ড্য হোক। বা মহেন্দ্র সিংহ ধোনি হোক। ওরা চাইলে ক্রিকেটার না-ও হতে পারে। নিজেদের কেরিয়ার বেছে নেওয়ার পূর্ণ স্বাধীনতা ওদের আছে। আমি চাই ওরা ভাল মানুষ হোক।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement