প্রিয় অডি ১০০-এর সঙ্গে রবি শাস্ত্রী। ছবি: এক্স (টুইটার)।
৩৯ বছর ধরে রবি শাস্ত্রী সযত্নে রেখে দিয়েছেন একটি গাড়ি। গত চার দশকে তাঁর বাড়ির গ্যারাজে অনেক গাড়ি এসেছে, গিয়েছে। কিন্তু নিজের প্রিয় বাহনকে কখনও বিদায় জানানোর কথা ভাবেননি। সেই গাড়ি নিয়েই মুম্বইয়ে পুরনো গাড়ির প্রদর্শনীতে নজর কাড়লেন প্রাক্তন ক্রিকেটার।
শাস্ত্রীর প্রিয় গাড়িটি তাঁর মতোই খ্যাতনামী। ১৯৮৫ সালে বেনসন অ্যান্ড হেজেস ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে সেরা ক্রিকেটার হয়ে জেতা ‘অডি ১০০’। অস্ট্রেলিয়া থেকে জিতে আনা গাড়িটি কখনও কাছছাড়া করার কথা ভাবেননি ভারতীয় দলের প্রাক্তন কোচ। কারণ এই গাড়ি তাঁর কেনা নয়। অর্জিত। প্রিয় গাড়ি নিয়ে শাস্ত্রী প্রদর্শনী স্থলে পৌঁছতে সকলের নজর পড়ে তাঁর প্রিয় বাহনের দিকে। প্রায় ২৫ বছর পর নিজে গাড়িটি চালালেন শাস্ত্রী। এত বছর পরও গাড়িটির জনপ্রিয়তা দেখে তার বনেটে সই করে দেন তিনি।
অভিভূত শাস্ত্রী পরে গাড়িটির সঙ্গে নিজের ছবি দিয়ে সমাজমাধ্যমে লেখেন, ‘‘আমার বাচ্চা ২৫ বছর পর! রেমন্ড অটো ফেস্টে গাড়িটা চালাতে পেরে রোমাঞ্চিত লাগছে। ভারতের পুরনো রত্নগুলোকে এ ভাবে প্রদর্শনের সুযোগ করে দেওয়ার জন্য গৌতম সিঙ্ঘানিয়াকে ধন্যবাদ। অবিশ্বাস্য উদ্যোগ। প্রায় ৪০ বছর আগে ভারত যখন চ্যাম্পিয়ন হয়েছিল, তখনকার মতোই উজ্জ্বল দেখাচ্ছে গাড়িটাকে।’’
সেই প্রতিযোগিতায় ১৮৫ রান করেছিলেন শাস্ত্রী। নিয়েছিলেন ৮ উইকেট। সেরা ক্রিকেটারের পুরস্কার হিসাবে ‘অডি ১০০’ গাড়িটি পেয়েছিলেন। ফাইনালে তাঁর ব্যাট থেকে এসেছিল ৬৩ রানের ইনিংস। একটি উইকেটও নিয়েছিলেন।