Irfan Pathan

Irfan Pathan: আট মাসের শিশু কোলে বিমানবন্দরে দেড় ঘণ্টা দাঁড়িয়ে ইরফান, অভিযোগ বিমান সংস্থার বিরুদ্ধে

বিমানবন্দরে হেনস্থা হতে হল ইরফান পাঠানকে। সঙ্গে ছিলেন স্ত্রী, সন্তান। টুইট করে অভিযোগ প্রাক্তন ক্রিকেটারের।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৫ অগস্ট ২০২২ ১৯:১২
Share:

হেনস্থা হতে হল ইরফানকে। —ফাইল চিত্র

মুম্বই থেকে দুবাই যাচ্ছিলেন ইরফান পাঠান। সঙ্গে ছিলেন স্ত্রী এবং দুই সন্তান। কিন্তু যাওয়ার পথে বিমানবন্দরে হেনস্থা হতে হল ভারতের প্রাক্তন অলরাউন্ডারকে। দেড় ঘণ্টা ধরে বিমানবন্দরে দাঁড়িয়ে থাকতে হল তাঁদের।

Advertisement

কী হয়েছিল? টুইট করে ইরফান লেখেন, ‘বৃহস্পতিবার মুম্বই থেকে দুবাই যাচ্ছিলাম। বিমানবন্দরের চেক-ইন কাউন্টারে খুব খারাপ অভিজ্ঞতা হল। আমার আসন সংরক্ষিত ছিল। কিন্তু তার পরেও আমাকে দেড় ঘণ্টা অপেক্ষা করতে হল। আমার সঙ্গে স্ত্রী, আট মাস এবং পাঁচ বছরের সন্তান ছিল। তাদেরও এই পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হল। ওই বিমান সংস্থার কর্মীদের ব্যবহার খুব খারাপ ছিল। বেশ কয়েক জন যাত্রীকে এমন পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়েছে। আমি বুঝি না কেন এরা আসন সংখ্যার থেকে বেশি টিকিট বিক্রি করে। আর কাউকে যাতে এই পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে না হয়, সেই কারণে এই বিষয়ে ব্যবস্থা নিতে বলব ওই বিমান সংস্থাকে।’

২৭ অগস্ট থেকে শুরু হচ্ছে এশিয়া কাপ। সংযুক্ত আরব আমিরশাহিতে হবে সেই প্রতিযোগিতা। ২৮ অগস্ট ভারত বনাম পাকিস্তান ম্যাচ। দুবাইতে হবে সেই ম্যাচ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement