শাকিব আল হাসান। —ফাইল চিত্র।
তিনি দেশের প্রাক্তন অধিনায়ক। শেষ বিশ্বকাপেও দলকে নেতৃত্ব দিয়েছেন। বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার। বাংলাদেশের জনপ্রিয় ক্রিকেটারদের মধ্যে তাঁর নাম বেশ উপরের দিকেই থাকবে। সেই শাকিব আল হাসানের সঙ্গে ছবি তুলতে গিয়ে ঘাড়ধাক্কা খেলেন এক সমর্থক।
সামনেই টি-টোয়েন্টি বিশ্বকাপ। আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার আগে ঢাকা প্রিমিয়ার লিগে খেলছেন শাকিব। সেখানে শেখ জামাল ধানমণ্ডি ক্লাবের হয়ে খেলছেন তিনি। খান সাহেব ওসমান আলি স্টেডিয়ামে শাকিবের ক্লাবের বিরুদ্ধে ম্যাচ ছিল প্রাইম ব্যাঙ্ক ক্রিকেট ক্লাবের। সেই ম্যাচের টসের আগে শাকিব এবং কোচ শেখ সালাউদ্দিন কথা বলছিলেন। সেই সময় এক সমর্থক শাকিবের সঙ্গে নিজস্বী তুলতে চান। তাতেই যত বিপত্তি।
ওই সমর্থক শাকিবের কাছে গিয়ে নিজস্বী তুলতে যেতেই রেগে যান বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক। তিনি এক হাত দিয়ে ওই সমর্থকের ঘাড় ধরেন। অন্য হাত তোলেন চড় মারার জন্য। ওই সমর্থকের ফোন কেড়ে নেওয়ার চেষ্টাও করেন শাকিব। মাঠ থেকে ঘাড়ধাক্কা দিয়ে বার করে দেন। ছবি তুলতে গিয়ে এমন পরিস্থিতির মুখে পড়বেন ভাবেননি ওই সমর্থক। তাঁকে মাঠ থেকে বেশ ভয়ার্ত ভাবেই বার হতে দেখা যায়।
শাকিবের এমন আচরণের সমালোচনা হলেও অনেকে দোষ দেখছেন ওই সমর্থকেরও। ম্যাচ শুরুর আগে মাঠে ঢুকে খেলোয়াড়ের সঙ্গে নিজস্বী তোলার চেষ্টা করছিলেন তিনি। এতে খেলোয়াড়দের অসুবিধা হওয়া স্বাভাবিক। সেই কারণেই শাকিব এতটা রেগে গিয়েছিলেন বলে মনে করা হচ্ছে।