প্রয়াত রাজা মুখোপাধ্যায়। ফাইল ছবি
বাংলার প্রাক্তন ক্রিকেটার রাজা মুখোপাধ্যায় প্রয়াত। বয়স হয়েছিল ৭১ বছর। রেখে গেলেন স্ত্রী এবং এক মেয়েকে। সোমবার সকালে দক্ষিণ কলকাতার একটি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।
রাজার জন্ম ১৯৫১ সালে। মাত্র ১৬ বছর বয়সে বাংলার হয়ে খেলার সুযোগ পান। ১৯৬৭ থেকে ১৯৭৯, এই ১২ বছর বাংলার হয়ে ৩৪টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন তিনি। ১৫২৬ রান করেছেন। গড় ৩৩.১৭। সর্বোচ্চ রান অপরাজিত ১৫৪ করেছিলেন ওড়িশার বিরুদ্ধে। চারটি শতরান এবং পাঁচটি অর্ধশতরান রয়েছে তাঁর। বাংলার পাশাপাশি রেলওয়েজের হয়েও রঞ্জি ট্রফিতে খেলেছেন তিনি। তাঁর মৃত্যুতে সোমবার সিএবি-র পতাকা অর্ধনমিত রাখা হয়।
এই মুহূর্তে দেশের বাইরে রয়েছেন সিএবি সভাপতি অভিষেক ডালমিয়া। সেখান থেকেই তিনি বলেছেন, “বাংলার ক্রিকেটের জন্য এটা অপূরণীয় ক্ষতি। ওঁর আত্মার শান্তি কামনা করি। পরিবারের প্রতি সমবেদনা রইল।” যুগ্ম-সচিব স্নেহাশিস গঙ্গোপাধ্যায় বলেছেন, “ক্রিকেটপ্রেমী একজন মানুষকে হারালাম। পরিবারের প্রতি সমবেদনা।”