ICC Cricket World Cup 2023 Schedule

কলকাতায় বাংলাদেশের দু’টি খেলা, বিশ্বকাপে কবে, কোথায় ম্যাচ শাকিব, লিটনদের?

এ বারের বিশ্বকাপে গ্রুপ পর্বে নিজেদের দু’টি ম্যাচ কলকাতায় খেলবে বাংলাদেশ। ইডেন গার্ডেন্স ছাড়া আরও পাঁচটি ম্যাচে খেলবেন শাকিব আল হাসান, লিটন দাসেরা।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৭ জুন ২০২৩ ১৫:২৩
Share:

শাকিব আল হাসান। —ফাইল চিত্র

এ বারের ক্রিকেট বিশ্বকাপের সূচি ঘোষণা হয়ে গিয়েছে। প্রতিটি দেশ কবে, কোথায় খেলবে তা জানিয়ে দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। সূচি অনূযায়ী বাংলাদেশের গ্রুপ পর্বের ন’টি ম্যাচের মধ্যে দু’টি ম্যাচ কলকাতার ইডেন গার্ডেন্সে।

Advertisement

বিশ্বকাপে বাংলাদেশের সূচি—

  • ৭ অক্টোবর, আফগানিস্তান (ধর্মশালা)
  • ১০ অক্টোবর, ইংল্যান্ড (ধর্মশালা)
  • ১৪ অক্টোবর, নিউ জ়িল্যান্ড (চেন্নাই)
  • ১৯ অক্টোবর, ভারত (পুণে)
  • ২৪ অক্টোবর, দক্ষিণ আফ্রিকা (মুম্বই)
  • ২৮ অক্টোবর, কোয়ালিফায়ার ১ (কলকাতা)
  • ৩১ অক্টোবর, পাকিস্কান (কলকাতা)
  • ৬ নভেম্বর, কোয়ালিফায়ার ২ (দিল্লি)
  • ১২ নভেম্বর, অস্ট্রেলিয়া (পুণে)
Advertisement

বিশ্বকাপে বাংলাদেশের সূচি। গ্রাফিক: শৌভিক দেবনাথ।

এ বারের বিশ্বকাপে ভারতের ১২টি মাঠে খেলা হচ্ছে। তার মধ্যে গ্রুপ পর্বে ছ’টি মাঠে খেলবেন শাকিব আল হাসান, লিটন দাসেরা। কলকাতার ইডেন গার্ডেন্স ছাড়াও ধর্মশালা ও পুণেতে দু’টি করে খেলা রয়েছে বাংলাদেশের। চেন্নাই, মুম্বই ও দিল্লিতে একটি করে ম্যাচ খেলবেন তাঁরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement