ICC Champions Trophy 2025

নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে চার স্পিনারে খেলছে ভারত, কার বদলে কে ঢুকলেন দলে?

নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে চার স্পিনার নিয়ে দল সাজিয়েছে ভারত। বিশেষজ্ঞ জোরে বোলার হিসাবে মাত্র এক জন রয়েছেন দলে। প্রথম একাদশে একটি পরিবর্তন করেছে নিউ জ়িল্যান্ডও।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০২ মার্চ ২০২৫ ১৪:১৪
Share:

রোহিত শর্মা। —ফাইল চিত্র।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে গ্রুপের শেষ ম্যাচে মুখোমুখি ভারত এবং নিউ জ়িল্যান্ড। দু’দলই আগের ম্যাচের প্রথম একাদশে একটি করে পরিবর্তন করেছে। হর্ষিত রানা পরিবর্তে বরুণ চক্রবর্তীকে খেলাচ্ছেন রোহিত শর্মারা। অন্য দিকে, নিউ জ়িল্যান্ডের প্রথম একাদশে ডেভন কনওয়ের জায়গায় এসেছেন ড্যারিল মিচেল।

Advertisement

দুবাইয়ের স্পিন সহায়ক পিচে নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে চার স্পিনার নিয়ে দল সাজিয়েছে ভারত। বিশেষজ্ঞ জোরে বোলার হিসাবে দলে রয়েছেন শুধু মহম্মদ শামি। দ্বিতীয় জোরে বোলারের দায়িত্ব সামলাতে হবে হার্দিক পাণ্ড্যকে। এই ম্যাচেও সাজঘরে থাকতে হল ঋষভ পন্থ, অর্শদীপ সিংহ এবং ওয়াশিংটন সুন্দরকে। জয়ের অভ্যাস বজায় রাখতে বেশি পরীক্ষানিরীক্ষার পথে হাঁটেননি কোচ গৌতম গম্ভীর। বোঝাই যাচ্ছে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই সেমিফাইনাল খেলতে চায় ভারত। কোনও রকম ঢিলেমি দিতে রাজি নন গম্ভীর।

নিউ জ়িল্যান্ডকে হারাতে পারলে মঙ্গলবার সেমিফাইনালে ভারতকে খেলতে হবে অস্ট্রেলিয়ার সঙ্গে। না হলে দক্ষিণ আফ্রিকার মোকাবিলা করতে হবে রোহিতদের। রবিবারও টস জিততে পারলেন না রোহিত। প্রথম ব্যাট করতে হবে ভারতীয় দলকে।

Advertisement

ভারতের প্রথম একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল, বিরাট কোহলি, শ্রেয়স আয়ার, অক্ষর পটেল, লোকেশ রাহুল (উইকেটরক্ষক), হার্দিক পাণ্ড্য, রবীন্দ্র জাডেজা, কুলদীপ যাদব, মহম্মদ শামি, বরুণ চক্রবর্তী।

নিউ জ়িল্যান্ডের প্রথম একাদশ: উইল ইয়ং, রাচিন রবীন্দ্র, কেন উইলিয়ামসন, ড্যারিল মিচেল, টম লাথাম, গ্লেন ফিলিপস, মিচেল ব্রেসওয়েল, মিচেল স্যান্টনার (অধিনায়ক), ম্যাট হেনরি, উইল ওরুর্ক, কাইল জেমিসন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement