Donald Trump assassination plan

ট্রাম্পকে খুনের জন্য অর্থ জোগাড়ের চেষ্টায় বাবা-মাকে হত্যার অভিযোগ! ধৃত ১৭ বছরের মার্কিন কিশোর

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যা এবং আমেরিকার সরকার ফেলে দেওয়ার ষড়যন্ত্রের অভিযোগ উঠেছে এক কিশোরের বিরুদ্ধে। ওই ষড়যন্ত্রের জন্য অর্থ জোগাড় করতে সে নিজের বাবা-মাকেও খুন করে বলে অভিযোগ মার্কিন তদন্তকারীদের।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৪ এপ্রিল ২০২৫ ১০:০৬
Share:
ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্র করতে নিজের বাবা-মাকে খুনের অভিযোগ মার্কিন কিশোরের বিরুদ্ধে।

ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্র করতে নিজের বাবা-মাকে খুনের অভিযোগ মার্কিন কিশোরের বিরুদ্ধে। — প্রতীকী চিত্র।

আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার জন্য অর্থ সংগ্রহ করতে গিয়ে নিজের বাবা-মাকে খুনের অভিযোগ উঠল এক মার্কিন কিশোরের বিরুদ্ধে। নিকিতা কাশ্যপ নামে ১৭ বছর বয়সি ওই কিশোরকে গত মাসেই গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে জারি হওয়া মার্কিন পুলিশের গ্রেফতারি পরোয়ানা সম্প্রতি প্রকাশ্যে এসেছে। সেখানে দাবি করা হয়েছে, ট্রাম্পকে হত্যা করতে এবং তাঁর সরকার ফেলে দিতে অর্থ জোগাড় করতেই ওই খুনগুলি করেছে কাশ্যপ।

Advertisement

গত ফেব্রুয়ারি মাসে আমেরিকার উইসকনসিন প্রদেশে নিজেদের বাড়িতে খুন হন ডোনাল্ড মেয়ার এবং তাঁর স্ত্রী তাতিয়ানা কাশ্যপ। মেয়ার ছিলেন নিকিতার সৎবাবা। অভিযোগ, নিকিতাই তাঁদের গুলি করে হত্যা করে। তার পরে বেশ কিছু দিন পচন ধরা দেহগুলি বাড়িতেই রেখে দেয় সে। শেষে নগদ ১৪ হাজার ডলার, পাসপোর্ট এবং বাড়ির পোষ্য সারমেয়কে নিয়ে পালিয়ে যায় অভিযুক্ত কিশোর। গত মাসে কানসাস প্রদেশ থেকে গ্রেফতার করা হয় তাকে। বর্তমানে উইসকনসিন প্রদেশের একটি জেলে রাখা হয়েছে তাকে।

মার্কিন প্রশাসনের অভিযোগ, ড্রোন এবং বিস্ফোরক কেনার কথা ভাবছিল ওই কিশোর। সেই টাকা জোগাড় করার জন্য নিজের বাবা-মাকে খুনের ছক কষছিল সে। নিজের পরিকল্পনার কথা আরও বেশ কয়েক জনকে জানিয়েছিল নিকিতা। মার্কিন তদন্তকারীদের দাবি, এক রুশভাষীকেও নিজের ষড়যন্ত্রের কথা জানায় সে। তিন পাতার একটি ইস্তাহারও তদন্তকারীদের হাতে এসেছে। সেখানে অ্যাডল্‌ফ হিটলারের প্রশংসা করা হয়েছে। ওই ইস্তাহারটিও নিকিতাই লিখেছে বলে সন্দেহ করছেন তদন্তকারীরা। মার্কিন আদালতে জমা দেওয়া নথিতে ‘টিকটক’ এবং ‘টেলিগ্রাম’-এর মাধ্যমে কথাবার্তার কিছু অংশও জমা দেওয়া হয়েছে। দু’জনকে হত্যা, মৃতদেহ লুকিয়ে রাখা, পরিচয় ভাঁড়ানো, চুরি এবং মার্কিন প্রেসিডেন্টকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগে তার বিরুদ্ধে তদন্ত চালানো হচ্ছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement