ICC Champions Trophy 2025

ভারতকে ঠেকাতে দাওয়াই প্রাক্তন পাক অধিনায়ক ইনজ়ামামের, আইপিএলের বিরুদ্ধে জোট বাঁধার আর্জি

ভারত চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম সেমিফাইনাল খেলবে। তাই এই ম্যাচ আয়োজনের দায়িত্ব হাতছাড়া হয়েছে পাকিস্তানের। রোহিত শর্মারা ফাইনালে উঠলে খেতাবি লড়াইও হবে দুবাইয়ে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০২ মার্চ ২০২৫ ১১:১৫
Share:
picture of Inzamam ul Haq

ইনজ়ামাম উল হক। —ফাইল চিত্র।

ক্রিকেট বিশ্বে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) দাপট ঠেকানোর দাওয়াই দিলেন ইনজ়ামাম উল হক। সব দেশের ক্রিকেট বোর্ডকে জোট বাঁধার কথা বললেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক। চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে ভারতের অবস্থানের বিরুদ্ধে সুর চড়িয়েছে তিনি।

Advertisement

১৯৯৬ সালের এক দিনের বিশ্বকাপের পর এই প্রথম পাকিস্তানে হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কোনও প্রতিযোগিতা। প্রায় তিন দশক পর বড় মাপের প্রতিযোগিতা আয়োজন করলেও সব ম্যাচ হচ্ছে না পাকিস্তানে। বিসিসিআই পাকিস্তানে দল পাঠাতে রাজি না হওয়ায় প্রতিযোগিতা হচ্ছে হাইব্রিড মডেলে। ভারতীয় দলের সব ম্যাচ হচ্ছে দুবাইয়ে। বাকি সব দেশই অবশ্য পাকিস্তানে গিয়ে খেলতে রাজি হয়েছে। তা নিয়েই সুর চড়িয়েছেন ইনজ়ামাম।

ভারত প্রথম সেমিফাইনাল খেলবে। তাই এই ম্যাচ আয়োজনের দায়িত্ব হাতছাড়া হয়েছে পাকিস্তানের। রোহিত শর্মারা ফাইনালে উঠলে চ্যাম্পিয়ন্স ট্রফির খেতাবি লড়াইও পাকিস্তানে হবে না। এ প্রসঙ্গে পাকিস্তানের এক টেলিভিশন চ্যানেলে ইনজ়ামাম বলেছেন, ‘‘চ্যাম্পিয়ন্স ট্রফির কথা ছেড়েই দিন। বিশ্বের সব দেশের সেরা খেলোয়াড়েরা আইপিএল খেলে। অথচ ভারতের ক্রিকেটারেরা অন্য দেশের লিগে খেলে না। সব দেশের বোর্ডের উচিত আইপিএলের জন্য ক্রিকেটার না ছাড়া। বিসিসিআই ভারতীয় ক্রিকেটারদের অন্য দেশের লিগে খেলতে না দিলে, অন্য দেশের বোর্ডগুলিরও কড়া অবস্থান নেওয়া উচিত।’’ উল্লেখ্য, পাকিস্তানের ক্রিকেটারদের আইপিএলে খেলতে দেয় না বিসিসিআই।

Advertisement

ভারতীয় ক্রিকেটারেরা সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিলে তবেই বিদেশের লিগে খেলতে পারেন। অবসর নেওয়ার আগে তাঁদের শুধু ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটে (প্রথম শ্রেণির এবং ৫০ ওভারের) খেলার অনুমতি দেওয়া হয়। আইপিএল খেলার জন্য অনেক সময় দেশের হয়েও খেলেন না ক্রিকেটারেরা। ক্রিকেট বিশ্বে ভারতীয় বোর্ডের এই দাপট রুখতেই সব দেশের বোর্ডগুলিকে জোট বাঁধার পরামর্শ দিয়েছেন ইনজ়ামাম।

বিসিসিআইয়ের আয়ের অন্যতম প্রধান উৎস আইপিএল। বিদেশি ক্রিকেটারেরা না খেললে প্রতিযোগিতার আকর্ষণ অনেকটাই কমে যেতে পারে। সম্ভবত সে কারণেই ইনজ়ামাম আইপিএলের বিরুদ্ধে একজোট হওয়ার কথা বলেছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement