অজিঙ্ক রাহানে। ছবি: সংগৃহীত।
ব্যাট করার সময় আঙুলে চোট পেয়েছেন। তাও লড়াই চালিয়ে গিয়েছেন ব্যাট হাতে। অজিঙ্ক রাহানের ৮৯ রানের ইনিংসে কিছুটা হলেও মান বেঁচেছে ভারতীয় দলের। রাহানের অবশ্য বলছেন, আঙুলে লাগলেও ব্যাট করতে সমস্যা হয়নি। ক্যামেরুন গ্রিনের অনবদ্য ক্যাচে আউট হলেও তাঁর প্রশংসা করেছেন রাহানে।
টেস্ট বিশ্বকাপ ফাইনালের তৃতীয় দিনের খেলা শেষ হওয়ার পর সৌরভ গঙ্গোপাধ্যায়ের মুখোমুখি হয়েছিলেন রাহানে। তিনি খুশি দলের প্রয়োজনে রান করতে পেরে। রাহানে বলেছেন, ‘‘আমাদের লক্ষ্য ছিল অন্তত ৩২০-৩৩০ রান করা। সেটা হয়নি। তা হলেও বলব আমাদের পারফরম্যান্স সব মিলিয়ে ভাল হয়েছে। বোলাররাও ভাল বল করেছে।’’
ক্যামেরুন গ্রিনের অনবদ্য ক্যাচ শতরানের কাছ থেকে ফিরিয়ে দিয়েছে রাহানেকে। তাও প্রতিপক্ষ দলের ক্রিকেটারের প্রশংসা করেছেন রাহানে। তিনি বলেছেন, ‘‘সত্যি দুর্দান্ত ক্যাচ নিল। সবাই জানি গ্রিন খুব ভাল ফিল্ডার। অনেকটা ঝাঁপিয়েও বল ধরতে পারে।’’
রাহানে অবশ্য মেনে নিয়েছেন তৃতীয় দিনের শেষেও কিছুটা সুবিধাজনক জায়গায় রয়েছে অস্ট্রেলিয়া। তিনি বলেছেন, ‘‘হ্যাঁ, অস্ট্রেলিয়া কিছুটা এগিয়ে রয়েছে। শনিবার আমাদের ছন্দ ধরে রাখতে হবে। এটাই এখন সব থেকে গুরুত্বপূর্ণ। প্রতি ২ ঘণ্টা ধরে এগোতে হবে। চতুর্থ দিন প্রথম ১ ঘণ্টা আমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। অনেক কিছুই হতে পারে। রবীন্দ্র জাডেজা বেশ ভাল বল করেছে। বাঁহাতিদের বিরুদিধে উইকেটের ক্ষত দারুণ কাজে লাগাল। মনে হচ্ছে জোরে বোলারা কালও কিছুটা সুবিধা পাবে।’’