ইডেন গার্ডেন্স। —ফাইল চিত্র।
ইডেনে মুখোমুখি হবে ভারত এবং দক্ষিণ আফ্রিকা। সেই ম্যাচের টিকিটের চাহিদা তুঙ্গে। এমন অবস্থায় বাংলার ক্রিকেট সংস্থার (সিএবি) কর্তাদের বিরুদ্ধেই টিকিট দুর্নীতির অভিযোগ করলেন এক ব্যক্তি। ময়দান থানায় অভিযোগ জানিয়েছেন তিনি।
ইডেনে ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচ ৫ নভেম্বর। রবিবারের সেই ম্যাচের টিকিট পাননি অনেকেই। তেমনই এক ক্রীড়াপ্রেমীর অভিযোগ, অনলাইনে যে সংস্থা বিশ্বকাপের ম্যাচগুলির টিকিট বিক্রি করছে তারা এবং তাদের সঙ্গে বাংলার ক্রিকেট সংস্থা এবং ভারতীয় ক্রিকেট বোর্ডের কর্তারা টিকিট সরিয়ে দিয়েছেন। সেই টিকিট কালোবাজারে চলে গিয়েছে বলেও অভিযোগ করেছেন তিনি।
অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে ময়দান থানা। সিএবি-র কর্তাদের বৃহস্পতিবার ময়দান থানায় ডেকে পাঠানো হয়েছে। অনলাইন সংস্থার কর্তাদেরও ডেকে পাঠিয়েছে পুলিশ। জিজ্ঞাসাবাদ করার জন্য ডেকে পাঠানো হয়েছে। ইতিমধ্যেই সিএবি এবং ওই সংস্থাকে চিঠি পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে।
মঙ্গলবার ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচের টিকিট কালোবাজারি করতে গিয়ে গ্রেফতার হয়েছিলেন এক ব্যক্তি। তাঁর কাছ থেকে ২০টি টিকিট উদ্ধার করেছিল পুলিশ। ২,৫০০ টাকার টিকিট তিনি ১১,০০০ টাকায় বিক্রি করছিলেন বলে অভিযোগ।