বাবর আজ়ম। —ফাইল চিত্র
পাকিস্তানের হয়ে ১৫ বছর ক্রিকেট খেলার পরে সে দেশের ক্রিকেটকে বিদায় জানালেন ফাওয়াদ আলম। তিনি আর পাকিস্তানের হয়ে খেলবেন না। বদলে আমেরিকার লিগে খেলবেন তিনি। ১৫ বছর ধরে খেললেও ধারাবাহিক ভাবে কোনও দিনই দলে সুযোগ পাননি আলম। ২০২২ সালের জুলাই মাসের পর থেকে আর জাতীয় দলে সুযোগ পাননি তিনি। নিয়মিত সুযোগ না পাওয়ার ফলেই পাকিস্তান ক্রিকেট ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
আমেরিকার মাইনর লিগ ক্রিকেট টি-টোয়েন্টি প্রতিযোগিতায় শিকাগো কিংসমেনের হয়ে খেলবেন আলম। পাকিস্তান থেকে এর আগে সামি আসলম, হাম্মাদ আজ়ম, সইফ বদর ও মহম্মদ মোহসিনও আমেরিকায় খেলতে গিয়েছেন। সেই তালিকায় নাম লেখালেন আলম।
ফাওয়াদ আলম। —ফাইল চিত্র।
২০০৭ সালে পাকিস্তানের হয়ে সাদা বলের ক্রিকেটে অভিষেক আলমের। ২০০৯ সালে টেস্ট অভিষেকেই শতরান করেছিলেন তিনি। কিন্তু তার পরেও ধারাবাহিক ভাবে খেলতে পারেননি এই বাঁ হাতি ব্যাটার। পাকিস্তানের ২০০৯ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী দলের সদস্য হলেও ছোট ফরম্যাটেও ধারাবাহিক ভাবে খেলতে পারেননি আলম। বার বার দল থেকে বাদ পড়ায় নিজের জায়গা পাকা করতে পারেননি তিনি। পাকিস্তানের হয়ে ২০১৫ সালে শেষ এক দিনের ম্যাচ ও ২০১০ সালে শেষ টি-টোয়েন্টি খেলেছেন তিনি।
সাদা বলের ক্রিকেটে তাও পাকিস্তান দলে সুযোগ পাচ্ছিলেন তিনি। ২০২২ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ়ে ব্যর্থ হন আলম। পরে শ্রীলঙ্কার বিরুদ্ধেও রান পাননি তিনি। তার পরে আর তাঁকে পাকিস্তানের টেস্ট দলে দেখা যায়নি। পাকিস্তানের হয়ে ১৮টি টেস্টে ৯৮৬ ও ৩৮টি এক দিনের ম্যাচে ৯৬৬ রান করেছেন এই বাঁ হাতি ব্যাটার। টেস্টে পাঁচটি ও এক দিনের ক্রিকেটে একটি শতরানও করেছেন তিনি। বল হাতেও উইকেট নিয়েছে আলম। টেস্টে দু’টি ও এক দিনের ক্রিকেটে পাঁচটি উইকেট নিয়েছেন তিনি।